Pakistan Cricket: “ধোনির মস্তিষ্ক‌ও জেতাতে পারতো না এই পাকিস্তানকে, বিস্ফোরক প্রাক্তন পাক অধিনায়ক

ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল স্পোর্টস ব্যুরো: নিউজিল্যান্ড (New Zealand) এবং ভারতের (India) কাছে টানা দুটি পরাজয়ের পর চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ (Champions Trophy 2025)-এর গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে আয়োজক পাকিস্তান (Pakistan Cricket)। খেতাব ধরে রাখতে ব্যর্থ হয়েছে তারা। বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) অভিযান আনুষ্ঠানিকভাবে শেষ হলেও, পাকিস্তানের মহিলা দলের (Pakistan Women’s Cricket Team) প্রাক্তন অধিনায়ক (Ex-Captain) সানা মীর (Sana Mir) মনে করেন যে টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই পাক দলের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল — যখন তারা ১৫-জনের দল (15 Men Squad) ঘোষণা করে।

আরও পড়ুন: WPL: মহিলা আইপিএলের প্রথম সুপার ওভারে আরসিবিকে হারাল ইউপি ওয়ারিয়র্জ

পাকিস্তানের (Pakistan) একটি টিভি অনুষ্ঠানে (TV Show) কথা বলতে গিয়ে মীর চাচাছোঁলা ভাষায় সমালোচনা করেন পিসিবির (PCB)। তিনি বলেন, “ভারতের (IND vs PAK) বিরুদ্ধে যখন ম্যাচ দেখছিলাম, তখন আমার এক বন্ধু আমায় ম্যাসেজ করে। যখন ১০০ রানে দ্বিতীয় উইকেট পড়ে, তখন আমার বন্ধুর মনে হয়েছিল যে এখানেই সব শেষ। তখন আমি আমার বন্ধুকে বলি যে না, যখন আমরা দল ঘোষণা করেছিলাম তখন‌ই সব শেষ হয়ে গিয়েছিল।“ তিনি আরও বলেন, “যেদিন আমরা এই ১৫ জন খেলোয়াড়কে বেছে নিয়েছিলাম, সেদিনই আমরা টুর্নামেন্ট (Tournament) অর্ধেকেরও বেশি হেরে গিয়েছিলাম।“

এরপরেই বিস্ফোরক মন্তব্য করে বসেন প্রাক্তন পাক মহিলা অধিনায়ক। তিনি বলেন যে বিশ্বের সেরা অধিনায়কদের হাতে এই দলের (Pakistan Cricket) দায়িত্ব দিলেও তাঁরা হাল ফেরাতে পারবেন না।মীর দাবি করেন, “মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) বা ইউনিস খানকে (Younus Khan) অধিনায়ক করে দিলেও — তাদের কেউই এই দল নিয়ে কিছুই করতে পারতেন না। এখন আমাদের যা অবস্থা অনুযায়ী তার সঙ্গে কেউ মানিয়ে নিতে পারবে না।একটা ম্যাচ দুবাইতে হওয়ার কথা ছিল আগে থেকেই। তাহলে আমরা মাত্র দুজন পার্ট-টাইম স্পিনার (Part-time Spinner) নিয়ে কীভাবে খেললাম? আব্রার (Abrar Ahmed) এখনও নতুন একদিনের ক্রিকেটে। গত পাঁচ মাসে ও মাত্র দুটি উইকেট (Wicket) নিয়েছে।“

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

ভারতের (India) বিরুদ্ধে প্রথম একাদশ (First 11) সাজাতে শেষ মুহূর্তে সমস্যায় পড়েন মহম্মদ রিজ‌ওয়ানরা (Mohammad Rizwan)। চোটের (Injury) কারণে ছিটকে যান সাইম আইয়ুব (Saim Ayub)। এরপর প্রথম ম্যাচের পর ফখর জামান‌ও (Fakhar Zaman) মাঠের বাইরে চলে যান চোট পেয়ে। বহুল আলোচিত শাহীন আফ্রিদি (Shaheen Afridi), নাসিম শাহ (Naseem Shah) এবং হারিস রউফ (Haris Rauf) সম্বলিত পাক পেস বিভাগ‌ও সেভাবে জ্বলে উঠতে পারেনি রোহিত (Rohit Sharma)-কোহলিদের (Virat Kohli) বিরুদ্ধে। অন্যদিকে ব্যাটিংয়ে অতিরিক্ত ডট বল (Dot Ball) খেলার খেসারত দিতে হয়েছে বাবর আজমদের (Babar Azam)। সবমিলিয়ে প্রাক্তন ক্রিকেটারদের ক্রমাগত সমালোচনার তীরে বিদ্ধ পাক ক্রিকেট (Pakistan Cricket)।