PCB: আইসিসির টাকা গেল কোথায়? প্রশ্নের মুখে পাক বোর্ড

ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল স্পোর্টস ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) আয়োজন নিয়ে পদে পদে নানান সমালোচনার মুখে পড়ছে পাকিস্তান (PCB)। ভারতের জাতীয় পতাকা (Indian National Flag) না থাকা নিয়ে বিতর্ক, নিরাপত্তাজনিত সমস্যা (Security Concern), রিজ‌ওয়ানদের (Mohammad Rizwan) পরপর ম্যাচ হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়া এইসবকিছু তো ছিলই এবার সঙ্গে যোগ হল আইসিসির (ICC) টাকা তছরুপের অভিযোগ। যে অভিযোগ এনেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ (Mohammad Kaif)। মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে (Rawalpindi) অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার (Australia vs South Africa) মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ বি (Group B)-এর ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার পর , ভারতের প্রাক্তন ব্যাটসম্যান (Indian Batsman) পুরো মাঠ ঢেকে রাখতে ব্যর্থ হওয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনা করেছেন।

আরও পড়ুন: Champions Trophy 2025: রাওয়ালপিন্ডির বৃষ্টি জমিয়ে দিল গ্রুপ ‘বি’

মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে প্রবল বৃষ্টির কারণে টস‌ই (Toss) হয়নি। একদিনের ক্রিকেটে (ODI) নূন্যতম ২০ ওভার খেলা হ‌ওয়ার জন্য শেষ সময় ছিল সন্ধ্যা ৭:৩০ মিনিট নাগাদ। কিন্তু তিন ঘণ্টারও বেশি সময় ধরে অপেক্ষা করার পর ম্যাচটি বাতিল করা হয়। বিকেল ৫ টা ৩০ মিনিটের দিকে মাঠ পর্যবেক্ষণে আসেন আম্পায়াররা (Umpires) এবং ম্যাচটি আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা (Abandoned) করেন। কারণ তাঁদের মতে বৃষ্টি (Rain) থামলেও মাঠ সময়ে খেলার উপযোগী করা যেত না। আর এই বিষয়টি নিয়েই পাক বোর্ডকে (PCB) একহাত নিয়েছেন কাইফ। তিনি এক্স হ্যান্ডেলে (X Handle) একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে যে শুধুমাত্র পিচ (Pitch) এবং তার সংলগ্ন এলাকায় ঢেকে রাখা হয়েছে। বাকি পুরো মাঠ ঢেকে রাখা হয়নি। ফলে আউটফিল্ডে (Outfield) জল জমে রয়েছে।

বর্তমানে বিশ্বের বেশিরভাগ মাঠেই জল নিকাশি ব্যবস্থা অত্যন্ত উন্নত। ফলে বৃষ্টি হলেও পুরো মাঠ ঢাকা থাকলে বৃষ্টি থামার খানিকক্ষণের মধ্যেই খেলা শুরু করে দেওয়া যায়। আর এখানেই রাওয়ালপিন্ডির বেহাল দৃশ্য দেখে হতবাক কাইফ। আইসিসির মার্কি টুর্নামেন্টের জন্য এইধরণের নিম্নমানের ব্যবস্থা দেখে পিসিবির (PCB) নিন্দা করে ঘটনাটিকে “লজ্জাজনক” বলেছেন। তিনি লিখেছেন, “এটা লজ্জাজনক যে রাওয়ালপিন্ডির মাঠ পুরোপুরি ঢেকে রাখা হয়নি। দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়ার মত গুরুত্বপূর্ণ ম্যাচ ভেস্তে যেতে পারে। টুর্নামেন্ট আয়োজনের জন্য আইসিসি যে টাকা দিয়েছিল আয়োজকরা তা কোথায় ব্যবহার করেছে?”

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

১৯৯৬ সালে বিশ্বকাপ (1996 Cricket World Cup) আয়োজনের ২৯ বছর পর পাকিস্তানের মাটিতে এই প্রথম কোন আইসিসি ইভেন্ট (ICC Event) হচ্ছে। কিন্তু বেশ কয়েকবার সময়সীমা বাড়ানো সত্ত্বেও লাহোর (Lahore), করাচি (Karachi) এবং রাওয়ালপিন্ডি (Rawalpindi) স্টেডিয়াম সংস্কারের কাজ চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) শুরুর মাত্র কয়েক দিন আগে শেষ করে পিসিবি (PCB)। মঙ্গলবার ম্যাচ ভেস্তে যাওয়ার কারণে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে পয়েন্ট (Point) ভাগাভাগি হয়েছে। ফলে গ্রুপ ‘বি’ -এর ৪ টি দলের কাছেই এখন সেমিফাইনালে (Semifinal) যাওয়ার রাস্তা খুলে গিয়েছে। তবে এই ঘটনায় বিশ্ব ক্রিকেটের দরবারে পাকিস্তানের (Pakistan) মুখ পুড়ল আবার‌ও।