মেট্রো পরিকাঠামো পরিদর্শনে রেলের ঊর্ধতন কর্তৃপক্ষ

রাজ্য শহর

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ আজ শুক্রবার গোটা দিন পরিদর্শন চলল একাধিক মেট্রো রেল স্টেশনে। জোকা থেকে এসপ্ল্যানেড মেট্রোর কাজের প্রস্তুতি ঘুরে দেখল মেট্রোরেল কর্তৃপক্ষ। ভিক্টোরিয়া এলাকাটি সেনাবাহিনীর হাতে থাকায় সেখানে আউটডোর করা যাবে না, সুতরাং সমস্তটাই করতে হবে আন্ডারগ্রাউন্ড। কাজেই এই আন্ডারগ্রাউন্ডে কোনরকম গাফিলতি যাতে না হয় সেদিকেই এবার বিশেষ নজর দিলো মেট্রো রেল কর্তৃপক্ষ। এদিন সকালে ফের পরিদর্শনে যান তাঁরা। এরই মধ্যে যার মধ্যে মডেল প্রস্তুত করা হয়েছে। লাইন বোঝাতে ড্রোন উড়িয়ে হয়েছে শুট।

এ প্রসঙ্গে মেট্রোরেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, জোকা থেকে শুরু করে ধর্মতলা মেট্রো স্টেশন পর্যন্ত পরিকাঠামো তৈরি করতে পরিবেশের ওপর নজর রাখা হচ্ছে। এরই মধ্যে ৯৪৬টি গাছকে কামার ডাঙায় স্থানান্তরিত করা হয়েছে। গাছগুলি তুলে বসানোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও বসানো হয়েছে অনেক বেশি পরিমাণে গাছ। তার রক্ষণাবেক্ষণও চলছে এমনটাই জানিয়েছেন তিনি।

তিনি আরও জানান, ধর্মতলা বাস স্ট্যান্ড রাজ্য সরকারের সঙ্গে কথা বলে সাময়িকভাবে কার্জন পার্কে স্থানান্তরিত করা হবে। এপ্রিলের শুরুতে খিদিরপুর থেকে নামানো হবে টানেল বোরিং।


অন্যদিকে আবার আজ নোয়াপাড়া জংশন স্টেশনেও চলল পরিদর্শন। যাত্রীদের ভিড় কমাতে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত তৈরি হয়েছে পৃথক লাইন। নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত মেট্রো পথ তৈরি হয়েছে, যা পড়ে রয়েছে এখনো পর্যন্ত। নেতাজী সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটের মেট্রোতে পরিবর্তন আসছে যাত্রীদের কথা মাথায় রেখে। এবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো করিডোরে সারাদিন ২৯০ টি ট্রেন মেলে।
জানা যায়, সম্প্রতি মেট্রো জেনারেল ম্যানেজার পি উদয়মান কুমার রেড্ডি একটি নির্দেশ দেন। যেখানে বলা হয় এবার থেকে সারাদিন ১৫৮ টি মেট্রো চলবে নোয়াপাড়া পর্যন্ত। সেইমতো আগামী সপ্তাহ থেকেই নোয়াপাড়া থেকে মেট্রো চালানো হবে বলে সূত্রের খবর। যদিও বা এ বিষয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো হয়নি। জানা গিয়েছে বৈঠক হয়েছে শুধুমাত্র।