নিউজ পোল ব্যুরো: শূন্যের গেরো কাটাতে মরিয়া সিপিএম(CPM)। সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন(Assembly Election)। বামেরা কি ঘুরে দাঁড়াতে পারবে এই নিয়ে জল্পনার শেষ নেই। এই নিয়ে রাজনৈতিক চর্চার মধ্যে হয়ে গেল সিএমপি-এর রাজ্য সম্মেলন। সেই সম্মেলেন শেষে মিনাক্ষী মুখোপাধ্যায় প্রকাশ্য সমাবেশ থেকে টি-টোয়েন্টি না খেলে টেস্ট ম্যাচের মতো খেলার বার্তা দিলেন। সাড়ে তিন দিনের সম্মেলন শেষে সিপিএম মঙ্গলবার ডানকুনি স্পোর্টিং ক্লাবের মাঠে সমাবেশ করে । সেখান থেকেই দলকে ঢেলে সাজানোর কথা জানানো হয়েছে। ফের একবার সিপিএমের রাজ্য সম্পাদক নির্বাচিত করা হয়েছে মহম্মদ সেলিমকে(MD Selim)৷ সিপিএমের রাজ্য সম্মেলনের শেষ দিনে সর্বসম্মতিক্রমেই সেলিমকে বেছে নেওয়া হয়েছে৷
সমাবেশ থেকে বাম নেত্রী মিনাক্ষী বলেছেন, ‘‘এটা কোনও টি-টোয়েন্টি ম্যাচ নয়। আমরা টেস্ট খেলতে নেমেছি। শেষে খেলা বার করে নেব।’’ গত রবিবার হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচে। বিরাট কোহলি করেছেন সেঞ্চুরি । সেই কথা উল্লেখ করে বলেন মীনাক্ষী বলেছেন, ‘‘বিরাট কোহলি দেখিয়ে দিলেন, ফর্ম টেম্পোরারি। কিন্তু ক্লাস পার্মানেন্ট।’ বাম নেত্রীর এই বার্তার পরেই রাজনৈতিক মহলের অনেকেই বলছেন, ছড়িয়ে ছিটিয়ে থাকা দলকে এক করতেই বার্তা দিয়েছেন বামেদের এই যুব নেত্রী। একই সঙ্গে রাজ্য সম্পাদক সেলিম বলেছেন, ‘‘আগামিকাল ২৬ তারিখ থেকেই ২০২৬ সালের জন্য লড়াই শুরু হবে। সেই লড়াইয়ে কোথাও দাড়ি, কমা, ফুলস্টপ থাকবে না।’’
উল্লেখ্য, দলের মধ্যেই এবার বদলে এনেছে বামেরা। রাজ্যের তৃণমূল সরকারকে হারাতে নিজেদের ঢেলে সাজিয়েছে। রাজ্য কমিটি থেকে বাদ পড়েছেন প্রাক্তন মন্ত্রী সুশান্ত রেছেন। অন্যদিকে সুশান্তের জেলা পশ্চিম মেদিনীপুর থেকে রাজ্য কমিটিতে জায়গা পেয়েছেন নতুন জেলা সম্পাদক বিজয় পাল । বলা ভালো বামেদের নতুন রাজ্য কমিটি তৈরি হয়েছে ‘ভারসাম্যের নীতি’ নিয়ে। সেখানেই এমন ভাবে নির্বাচন করা হয়েছে যে যেন দলের মাথায় থাকা ব্যক্তিদের নিয়ে কোনও ভাবেই কোনও রাজনৈতিক বিতর্ক তৈরি না হয়।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক:https://www.facebook.com/share/1EA79Afcw5/