Donald Trump USAID Bangladesh: বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার অনুদান? ট্রাম্পের বিস্ফোরক দাবি!

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) সম্প্রতি দাবি করেছেন, ইউএসএইড (USAID) বাংলাদেশে একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে ২৯ মিলিয়ন মার্কিন ডলার (29 Million USD) অনুদান দিয়েছিল, যা রাজনৈতিক(Donald Trumph USAID Bangladesh) কাজে ব্যবহার করা হয়েছে। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৫০ কোটি রুপি, আর বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫০ কোটি টাকা। ট্রাম্প এই অর্থায়ন নিয়ে ইউএসএইডের কঠোর সমালোচনা করেন। ডোনাল্ড ট্রাম্পের এই দাবির পর মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus)-এর নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকার এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। সরকার বলছে, তাদের কোনো অনুমোদন ছাড়াই এই অর্থ বাংলাদেশে এসেছে।

আরও পড়ুন: Manipur: রাষ্ট্রপতি শাসন চলাকালীন মণিপুর সফরে শীর্ষ সেনা কর্মকর্তা

বাংলাদেশে বিদেশি অনুদানের তদারকির দায়িত্বে থাকা এনজিও বিষয়ক ব্যুরো (NGO Affairs Bureau) জানিয়েছে, তারা এই ২৯ মিলিয়ন ডলার অনুদানের বিষয়ে কিছুই জানে না। ব্যুরোর ডিরেক্টর জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন (Mohammad Anwar Hossain) বলেছেন, “যে স্বেচ্ছাসেবী সংগঠন এই অর্থ পেয়েছে, তার নাম প্রকাশ করা হলে আমরা বিষয়টি যাচাই করতে পারব। তবে আমাদের রেকর্ডে এই অনুদানের কোনো তথ্য নেই।” তিনি আরও জানান, বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে জানানো হয়েছে। বাংলাদেশে বিদেশি অনুদান গ্রহণকারী সব সংস্থার জন্য ১৯৭৮ সালের এনজিও নিয়ন্ত্রণ অধ্যাদেশ (NGO Ordinance 1978) অনুযায়ী এনজিও বিষয়ক ব্যুরোর অনুমোদন থাকা বাধ্যতামূলক। কিন্তু এই অনুদান(Donald Trumph USAID Bangladesh) নিয়ে কোনো সরকারি সংস্থার কাছে নথিভুক্ত তথ্য নেই। ক্ষমতায় আসার পর ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু দেশের স্বেচ্ছাসেবী সংস্থার অনুদান বন্ধ করেছিলেন, যার মধ্যে ভারত (India) এবং বাংলাদেশ (Bangladesh)-ও রয়েছে। এর দীর্ঘমেয়াদি প্রভাব বাংলাদেশে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আনোয়ার হোসেন।তিনি জানিয়েছেন, বাংলাদেশ বহু দেশের কাছ থেকে অনুদান পেয়ে থাকে। তবে এখন যুক্তরাষ্ট্রের (United States) পরিবর্তে বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ সরকার।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

তবে ইউএসএইড(USAID) এখনো বাংলাদেশে রোহিঙ্গা (Rohingya) শরণার্থীদের জন্য পরিচালিত বিভিন্ন প্রকল্পে (Donald Trump USAID Bangladesh) অনুদান দিচ্ছে। প্রায় ৭০টি স্বেচ্ছাসেবী সংস্থা (NGO) রোহিঙ্গাদের(Rohinga) সাহায্য নিয়ে কাজ করছে, এবং ইউএসএইড এই খাতে অর্থায়ন চালিয়ে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প কটাক্ষ(Donald Trump h)করে বলেছেন, “আপনারা কল্পনা করতে পারেন, মাত্র দুজন কর্মী থাকা একটি ছোট সংগঠন ২৯ মিলিয়ন ডলার পেয়েছে? তারা খুব শিগগিরই বিশ্বের সবচেয়ে বড় দুর্নীতির ঘটনায় নাম লেখাবে!” তিনি আরও দাবি করেছেন, এই অর্থ “রাজনৈতিক প্রকল্পে” ব্যবহার করা হয়েছে।বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর অনুদান ব্যবস্থাপনা ও সরকারের নিয়ন্ত্রণ নিয়ে এই বিতর্ক নতুন আলোচনার জন্ম দিয়েছে। এনজিও বিষয়ক ব্যুরো এখন বিষয়টি গভীরভাবে তদন্ত করতে চায়।