Cyber Crime: গয়নাসহ ১.১৮ কোটি টাকা উদ্ধার কল সেন্টার থেকে, পুলিশের জালে ৪

অপরাধ কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: ফোন মারফত মানুষকে প্রতারণা করার ঘটনা দিনকে দিন বেড়েই চলেছে। বর্তমান সময়ে সাইবার অপরাধ (Cyber Crime) পুলিশ প্রশাসনের জন্য অন্যতম এক মাথাব্যথা। তবে মঙ্গলবারই ৪ জন ভুয়া সিম কার্ড বিক্রেতাকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম (Cyber Crime) শাখার পাকড়াও খবর সামনে এসেছিল। আর একইদিনে আরো একটি বড় সাফল্য তাদের ঝুলিতে।

আরও পড়ুনঃ KMC Holiday Notice: বিশ্বকর্মা পুজোর বদলে ঈদে দুদিন ছুটি, কলকাতা পুরসভার নোটিশ ঘিরে বিতর্ক

গার্ডেনরিচ থানা এলাকার ঘটনা। সূত্রের খবর, মঙ্গলবার গার্ডেনরিচ থানা এলাকার অন্তর্গত আয়রন গেট রোডে অবস্থিত হোয়াইট হাউস বিল্ডিংয়ের একটি কল সেন্টারে ডিজিটাল ডিভাইস (ডিডি) টিমের তরফে একটি অভিযান চালানো হয়। এই অভিযানে মোট ৪ জন ব্যক্তিকে আটক করা হয়েছে জানা যাচ্ছে। এবং সেইসঙ্গে প্রায় ১.১৮ কোটি টাকা নগদ এবং সোনা-হিরের গহনাসহ বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক ল্যাপটপ, মোবাইল ফোন, রাউটার, কল করার স্ক্রিপ্ট এবং মাইক্রোসফট সংক্রান্ত জাল নথিপত্র।

এর আগে ভুয়া সিমকার্ড মামলাতেও মূল পরিকল্পনাকারীসহ ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। সাইবার পিএস নম্বর ১১/২৫। আর এই কল সেন্টারের মামলাটি (কেস নং ১২/২৫) সাইবার থানার জিডিই নং ৬২৪ এবং তারিখ ২৫.০২.২০২৫ -এর অধীনে দায়ের করা হয়েছে। এই মামলাটি আইটি আইনের ধারা ৬৬/৬৬সি/৬৬ডি/৪৩ এবং BNS (Bharatiya Nyaya Sanhita) -এর ধারা ৬১(২)/ ৩১৯(২)/ ৩১৮(৪) ৩৩৬(২)/ ৩৩৬(৩)/ ৩৩৮/ ৩৪০(২) -এর অধীনে রুজু করা হয়েছে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

জানা গিয়েছে, আটককৃত ৪ জন অভিযুক্তকে বুধবার কলকাতার মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (CJM) আদালতে হাজির করার কথা। এবং পুলিশ কাস্টডির জন্য আবেদন করা হবে। সব মিলিয়ে সাইবার অপরাধ (Cyber Crime) দমনে মরিয়া কলকাতা পুলিশ। তদন্ত জারি রয়েছে। এবার আর কী কী নতুন তথ্য উঠে আসে সেটাই দেখার।