Requirement Scam : সুজয়কৃষ্ণ ভদ্রের কাছে নিয়োগ দুর্নীতির ১৫ কোটি দাবি করেন অভিষেক, চার্জশিটে দাবি CBI-এর

breakingnews কলকাতা রাজনীতি

নিউজ পোল ব্যুরো: প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার (Requirement Scam) অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র(sujay krishna bhadra) ওরফে ‘কালীঘাটের কাকু’-এর বিরুদ্ধে সিবিআই-এর দেওয়া চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) নাম ঘিরে ঝড় উঠেছে। আদালতে সুজয়কৃষ্ণের বিরুদ্ধে পেশ করা চার্জশিটে সিবিআই জানিয়েছে প্রাথমিকে বেআইনি নিয়োগের ভাগ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে কোনও এক ব্যক্তি সুজয়কৃষ্ণ ভদ্রের কাছে ১৫ কোটি টাকা দাবি করেছিলেন। এই নাম সামনে আসতেই তুঙ্গে চর্চা।

তবে আদালতের কাছে সিবিআই-এর জমা দেওয়া ২৮ পাতার চার্জশিটে কে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর কোনও পরিচয় জানানো হয়নি। নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে সিবিআইয়ের হাতে একটি অডিয়ো ক্লিপ এসেছে। যেখানে সুজয়কৃষ্ণ ভদ্র, কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়সহ আরও ২ জনের কণ্ঠস্বর রয়েছে। সেই অডিওতে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মানিক ভট্টাচার্যের নাম রয়েছে। এমনটাই প্রতিবেদনে জানানো হয়েছে। এমনকি সিবিআই সূত্রের খবর সাক্ষীদের মধ্যে কয়েক জন ওই অডিয়োর সত্যতার কথা স্বীকার করেছেন। জানা গিয়েছে, সিবিআই সেই অডিয়ো ক্লিপটির ‘সত্যতা’ যাচাই করতে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্সেস ল্যাবরেটরিতে পাঠিয়েছে । সিবিআই গত ২১ ফেব্রুয়ারি সুজয়কৃষ্ণের বিরুদ্ধে ২৮ পাতার যে চার্জশিট আদালতে পেশ করেছে।

আরও পড়ুন: https://thenewspole.com/2025/02/26/army-truck-targeted-in-jammu-and-kashmir-s-rajouri/

প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Requirement Scam) এই নাম সামনে আসার পরেই অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু বিবৃতি দিয়ে জানিয়েছেন, সিবিআই তাঁর মক্কেল তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি নষ্ট করার চক্রান্ত করছে। সঞ্জয়ের বিবৃতি বলছে, ‘‘মামলার তদন্তকারী সংস্থা ইডি আমার মক্কেলের বিরুদ্ধে কোনও চার্জশিট দাখিল করেনি। তাঁর বিরুদ্ধে কোনও অপরাধের কোনও উপাদানের উপস্থিতিও মেলেনি। তার পরেও তৃতীয় অতিরিক্ত চার্জশিট আমার মক্কেলকে হয়রানির উদ্দেশ্য ছাড়া আর কিছু নয়।’’ এখানেই শেষ নয়, অভিষেকের আইনজীবী আরও দাবি করেছেন দাবি, ইডি এবং সিবিআই-কে তদন্তে ‘পূর্ণ সহযোগিতা’ করেছেন তাঁর মক্কেল । দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখনই অভিষেককে তলব করেছে, তখনই তিনি হাজির হয়েছেন এবং প্রয়োজনীয় নথিপত্রও দিয়েছেন। কিন্তু তা সত্বেও সিবিআই ‘ভিত্তিহীন’ অভিযোগ করছে । পাশাপাশি অভিষেকের পক্ষ থেকে জানানো হয়েছে এই দাবি ভিত্তিহীন এবং সিবিআই এই স্বপক্ষে কোনও প্রমাণ দিতে পারেনি।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/