Malda: একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন মা

জেলা

নিউজ পোল ব্যুরো: বর্তমানে চিকিৎসাশাস্ত্র অনেক উন্নত। তাই এখন আর কিছুই অসাধ্য নয়। মালদায় (Malda) অস্ত্রোপচার ছাড়াই চার কন্যা সন্তানের জন্ম দিলেন এক মা। মঙ্গলবার সকালে নজরবিহীন ঘটনাটি ঘটেছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। মা ও চার মেয়ে সুস্থ রয়েছে বলে জানিয়েছেন পরিবার।

জানা গিয়েছে, শুক্রবার প্রসব যন্ত্রণা নিয়ে মালদা মেডিকেল কলেজে ভর্তি হন গাজলের এক গৃহবধূ রেহেনা খাতুন।। মেডিকেল কলেজের ভর্তি থাকার পরে অস্ত্রোপচার ছাড়াই তিনি কন্যা সন্তানে জন্ম দেন। তবে একটি বা দুটি নয় একেবারে চার চারটি। ওই তরুণীর স্বামী দিনমজুর। তবে সাধারণ পরিবার হয়েও একেবারে চার মেয়েকে পেয়ে খুশি পরিবার। চিকিৎসকরা জানিয়েছেন, জন্মের পর চারটির মধ্যে তিন সদ্যোজাতের ওজন হয়েছে ১ কিলো ৫০০ গ্রাম। আরেকটির ওজন হয়েছে এক কিলো। তবে চিকিৎসকরা জানিয়েছেন চার সন্তান সুস্থ থাকলেও ওজন কম হওয়ার কারণে পুষ্টিজনিত সমস্যা দেখা দিয়েছে। মেডিকেল কলেজের চিকিৎসকেরা ওই গৃহবধূ ও তার চার কন্যা সন্তানের দেখাশোনা করছেন বলেই জানানো হয়েছে।

আরও পড়ুন: https://thenewspole.com/2025/02/26/abhishek-banerjee-demanded-rs-15-crore-from-sujay-krishna-for-recruitment-scam-cbi-claims-in-chargesheet/

মালদা মেডিকেল কলেজ সূত্রে খবর, মালদার(Malda) গৃহবধূ রেহেনা পারভীনের বয়স ১৮ বছর। এই তথ্য জানা গিয়েছে আধার কার্ডের জন্ম পরিচয় থেকে। তার স্বামী রেজাউল হোসেন জানিয়েছেন, সাড়ে ১৬ বছর যখন রেহেনার বয়স তখন তিনি তাকে বিয়ে করেন। এত অল্প বয়েসে মা হলে ঝুঁকি থেকে যায়। তার উপর চার সন্তান। মা সন্তান ভালো থাকলেও উঠেছে বাল্যবিবাহের প্রসঙ্গও। ভারতে নিষিদ্ধ বাল্যবিবাহ তার পরেও আইনের চোখ ফাঁকি দিয়ে কিভাবে এই ঘটনা ঘটছে তা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। তবে গত এক দশকের ব্যবধানে মালদা জেলায় ৪৪ শতাংশ থেকে বাল্যবিবাহ ১৬ শতাংশতে নামিয়ে আনা হয়েছে বলেই জানা যাচ্ছে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/