নিউজ পোল ব্যুরো: কলকাতার বুকে (Kolkata Road Accident) সড়ক দুর্ঘটনার (Road Accident) সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। মাত্র ১১ দিনের ব্যবধানে আবারও এক ভয়াবহ দুর্ঘটনার (Car Crash) সাক্ষী থাকল চিংড়িঘাটা (Chingrighata)। চিংড়িঘাটা উড়ালপুল (Flyover) ক্রস করে সল্টলেক (Salt Lake) অভিমুখে যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনাটি(Chingrighata Road Accident) ঘটে।
আরও পড়ুন:- https://thenewspole.com/2025/02/04/vidyasagar-bridge-road-accident-kolkata/
পুলিশের প্রাথমিক তদন্তে (Investigation) জানা গিয়েছে, গাড়ির চালক (Driver) সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন, যার ফলে গাড়িটির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সেই সময় গাড়ির গতি (Speed) ছিল কমপক্ষে ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টায় (80 Kmph)। দ্রুতগতিতে থাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উঁচু ফুটপাথের (Footpath) কিনারায় সজোরে ধাক্কা মারে। প্রচণ্ড জোরে ধাক্কা লাগার ফলে গাড়িটি উল্টে (Car Overturned) যায় এবং দীর্ঘ সময় ধরে উল্টে থাকা অবস্থায় রাস্তায় পড়ে থাকে। এই ভয়াবহ দুর্ঘটনার (Horrific Accident) খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দক্ষিণ বিধাননগর থানার (Bidhannagar Police) পুলিশ দ্রুত ঘটনাস্থলে(Chingrighata Road Accident) পৌঁছায়। তারা দুর্ঘটনার কারণ বিশদে খতিয়ে দেখা শুরু করেছে। গাড়ির চালককে (Driver) ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ (Interrogation) করা হচ্ছে এবং তার বয়ান (Statement) যাচাই করা হচ্ছে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
পুলিশের সন্দেহ, চালক কি সত্যিই ঘুমিয়ে পড়েছিলেন নাকি অন্য কোনো কারণ ছিল, তা তদন্ত (Probe) করে দেখা হচ্ছে। বিশেষত, চালক মদ্যপ অবস্থায় (Drunk Driving) ছিলেন কিনা, সেটাও পরীক্ষা করে দেখা হচ্ছে। দুর্ঘটনার সময় গাড়ির গতি কেন এত বেশি ছিল, চালক কি মোবাইল ফোন (Mobile Usage While Driving) ব্যবহার করছিলেন কিনা—এসব বিষয়ও পুলিশের তদন্তের আওতায় রয়েছে। চিংড়িঘাটায় এর আগেও (Previous Accidents) বহুবার ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। মাত্র ১১ দিন আগেও একই জায়গায় আরেকটি(Chingrighata Road Accident) বড় দুর্ঘটনা (Major Accident) ঘটেছিল। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত গতি (Over Speeding), চালকদের অসতর্কতা (Negligence) এবং ট্রাফিক নিয়ম না মানাই (Violation of Traffic Rules) বারবার দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।