Anubrata Mondal: কাজল শেখকেও নিতে হবে, ‘আদরের কেষ্ট’কে নির্দেশ মমতার

জেলা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: বিধানসভা নির্বাচনের বাকি আর মাত্র এক বছর। তার আগে বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্মেলন থেকেই দলকে ২০২৬ -এর টার্গেট বেঁধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই মর্মেই বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) সকলকে নিয়ে একসঙ্গে নিয়ে চলার নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো।

আরও পড়ুনঃ Mamata Banerjee: “নির্বাচন এলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে”: মুখ্যমন্ত্রী

নেতাজি ইনডোরে দলের রাজ্য সম্মেলনে বক্তব্য রাখার সময় এদিন জেলায় জেলায় কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন মমতা। তবে বীরভূম সেই তালিকায় নেই। কারণ সেখানে ইতিমধ্যেই একটি কোর কমিটি রয়েছে। সেই কোর কমিটির ওপর আস্থা প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানান, সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এদিনের মহাবৈঠক থেকে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) তিনি সরাসরি নির্দেশ দেন, “কোর কমিটিতে যারা আছে তারা নিজেদের মত সবাইকে নিয়ে করবে। কেষ্ট, কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না। কাজলকেও নিতে হবে। আশিসদা (আশিস বন্দোপাধ্যায়) আর শতাব্দীকেও (শতাব্দী রায়) ডেকে নেবে। কাজটা সবাই মিলেই করবে।”

Anubrata Mondal

তৃণমূলের রাজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্য কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ। তিনি আলাদা করে কাজল শেখের নাম নিয়েছেন। অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) নির্দেশ দিয়েছেন যাতে তিনি কাজলের কাঁধে কাঁধ মিলিয়ে দলের কাজে ব্রতী হন। তাহলে কি আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলের অন্দরে যে সমস্ত ফাটল রয়েছে তা মেরামত করতেই উঠে পড়ে লাগলেন মমতা? আর তাই কি কাজলকে বাড়তি গুরুত্ব দিতে চাইছেন তিনি?

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

উল্লেখ্য, এদিনের সভায় মমতা সদর্পে ঘোষণা করেন যে আগামী বছর বিধানসভা নির্বাচনে ২১৫ টিরও বেশি আসন নিয়ে ফিরবে তাঁর দল। যদিও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তাঁর অভিযোগ, “নির্বাচন কমিশনের টোটালটাই বিজেপির লোকে ভরা।” দাবি করেন, গত লোকসভা নির্বাচনে ৫টি আসনে কারচুপি করা হয়েছিল। নাহলে ৩৪টি আসন জিততে পারত তৃণমূল।