GSI: বাংলার মাটিতে নতুন খনিজের সন্ধান, GSI-র বিশ্বব্যাপী অভিযান

দেশ

নিউজ পোল ব্যুরো: ১৭৫ বছরে পদার্পণ করার পর আন্তর্জাতিক স্তরে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (GSI) তাদের কাজ সম্প্রসারণ করেছে। ভূ-বৈজ্ঞানিক গবেষণা (Geoscientific Research) খনিজ অনুসন্ধান (Mineral Exploration) প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা নিরূপণ এবং তার প্রতিকার বিষয়ে গবেষণা করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি এখন আফ্রিকার (Africa) সোমালিয়া থেকে জাম্বিয়া পর্যন্ত বিভিন্ন অঞ্চলে কাজ শুরু করেছে।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/02/26/army-truck-targeted-in-jammu-and-kashmir-s-rajouri/

জিএসআই-এর (GSI) প্রধান অসিত সাহা বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে (Press conference) জানান, প্রাথমিকভাবে আফ্রিকান দেশগুলিতে কাজ শুরু হয়েছে এবং এখন জাম্বিয়াতেও আমাদের কাজ শুরু হতে চলেছে। তিনি আরো জানান এই প্রকল্প গুলি আন্তর্জাতিক স্তরে (International Level) আমাদের গবেষণা এবং কার্যক্রম সম্প্রসারণে সহায়ক হবে।

এছাড়া,জিএসআই (GSI) ভারতীয় উপমহাদেশেও নানা প্রকল্প বাস্তবায়ন করছে। যেমন, আন্দামানে (Andaman) সাম্প্রতিক প্রাকৃতিক হাইড্রোজেন গ্যাসের (Hydrogen) সন্ধান পাওয়া গেছে এবং এর উপর গভীর গবেষণা চলছে। এই বিষয়ে ৫০-৬০ জন বিজ্ঞানী প্রতিনিয়ত কাজ করছেন। বঙ্গের বিভিন্ন অঞ্চলেও খনিজ অনুসন্ধান এবং প্রাকৃতিক বিপর্যয় (Natural disasters) সম্পর্কিত গবেষণা চলমান। মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং নদীয়া জেলায় খনিজ অনুসন্ধান এবং আর্সেনিকের (Arsenic) কারণ ও প্রতিকার নিয়েও গবেষণা চলছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

জিএসআই (GSI) সম্প্রতি সরকারের ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশন-এর (National Critical Minerals Mission) সঙ্গে মিলিতভাবে খনিজ অনুসন্ধানের কাজে আরও জোর দিয়েছে। ২০২৪-২৫ এবং ২০৩০-৩১ অর্থবর্ষে ১২০০ টি খনিজ অনুসন্ধান প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা করেছে জিএসআই (GSI)। এর ফলে দেশের অভ্যজিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া স্তরে খনিজ সম্পদ অনুসন্ধান এবং প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় আরও উন্নত প্রযুক্তির ব্যবহারের সুযোগ তৈরি হবে।

অবশেষে, জিএসআইয়ে-র (GSI) গবেষকদের সংখ্যা বর্তমানে আড়াই থেকে তিন হাজারের মধ্যে, এবং তারা দেশের নানা স্থান ও বিদেশে গবেষণা ও অনুসন্ধানে নিজেদের নিয়োজিত রেখেছে। দেশের প্রাকৃতিক সম্পদ (Natural Resources) ও ভূ-বৈজ্ঞানিক গবেষণায় (Geological Research) জিএসআই (GSI) একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যা দেশের উন্নয়নে সহায়ক হবে।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/02/27/universal-pension-scheme-modis-new-plan-for-indian-citizens/