Justice for Tilottoma: প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা নয়, হাইকোর্টে মামলার স্থানান্তর চায় কাদম্বিনীর পরিবার

কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: মেয়ের ন্যায়বিচারের দাবিতে(Justice for Tilottoma) এবার দিল্লির উদ্দেশ্যে যাত্রা করলেন নির্যাতিতা কাদম্বিনীর বাবা-মা। বৃহস্পতিবার সকাল ৭টা ১০ মিনিটে তারা বাড়ি থেকে বেরিয়ে যান বিমানবন্দরের উদ্দেশ্যে। দিল্লিতে গিয়ে সিবিআই ডিরেক্টর (CBI Director)-এর সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছেন তারা। পাশাপাশি, সুপ্রিম কোর্ট (Supreme Court)-এ তাদের আইনজীবীর সঙ্গেও আলোচনা করবেন বলে জানিয়েছেন তিলোত্তমার বাবা। এই সফরে প্রধানমন্ত্রীর (Prime Minister) বা স্বরাষ্ট্রমন্ত্রীর (Home Minister) সঙ্গে দেখা করার কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়েছেন কাদম্বিনীর বাবা। তবে তাদের মামলাটি যাতে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)-এ স্থানান্তরিত হয়, সে বিষয়ে তারা বিস্তারিত আলোচনা করবেন।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/164mWXbsyp/

তিলোত্তমার বাবা-মায়ের(Justice for Tilottoma) সঙ্গে দিল্লি যাচ্ছেন শিয়ালদহ কোর্টের (Sealdah Court) আইনজীবী (Lawyer)-রা। এছাড়াও, তাদের সঙ্গে থাকছে চিকিৎসকদের (Doctors) একটি বিশেষ দল, যারা মামলার গুরুত্বপূর্ণ মেডিকেল রিপোর্ট ও প্রমাণ পর্যালোচনা করবেন।নির্যাতিতার বাবা জানিয়েছেন, তারা তাদের মেয়ের জন্য সর্বোচ্চ ন্যায়বিচার নিশ্চিত করতে চান। সিবিআই (CBI Investigation) তদন্ত কীভাবে এগোচ্ছে, সেটি সরাসরি জানতে চান তারা। এছাড়াও, সুপ্রিম কোর্টের তাদের আইনজীবীর সঙ্গে পরামর্শ করে আইনি লড়াইকে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।এই সফর নিছকই বিচারের দাবিতে(Justice for Tilottoma) তাদের অটল অবস্থানকে তুলে ধরে। দিল্লিতে গিয়ে কী কী সিদ্ধান্ত হয়, সেটির দিকেই এখন নজর রয়েছে সকলের।