Mahakumbh: মহাকুম্ভে যাওয়ার তাড়ায় খোয়াতে হয়েছিল লক্ষ লক্ষ টাকা, কী হল তারপর?

অপরাধ জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: মহাকুম্ভে (Mahakumbh) মহাস্নান করতে যাবেন, সেই উদ্দেশ্যেই বাজার করতে গিয়েছিলেন বারাসতের সুলেতা চক্রবর্তী। বাজার থেকে ফিরে এসে দেখেন, যা ঘটার ঘটে গিয়েছে। গায়েব হয়ে গিয়েছে তাঁর জমি বিক্রির সমস্ত টাকা। সুলেতাদেবীর অভিযোগের ভিত্তিতে চটজলদি দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার ১১ লক্ষ টাকা। পুলিশের সাফল্যে গোটা এলাকায় এখন চর্চার কেন্দ্রবিন্দুতে বারাসত থানার পুলিশ।

আরও পড়ুনঃ Cyber Crime: পুলিশ সেজে প্রাক্তন সেনাকে ভয় দেখিয়ে টাকা লুঠ, পুলিশের জালে ১

আরও পড়ুনঃ Maheshtala Fire: কাকভোরে মহেশতলার চায়ের দোকানে কেন লাগল আগুন?

ফেব্রুয়ারির ২২ তারিখ পুলিশে অভিযোগ জানিয়েছিলেন বারাসাত চৌধুরীপাড়ার বাসিন্দা সুলেতাদেবী। তাঁর অভিযোগ, সদ্য জমি বিক্রি করে ২১ লক্ষ টাকা অগ্রিম হিসেবে পেয়েছিলেন তিনি। যার মধ্যে ৭ লক্ষ টাকা ব্যাংকে জমা রাখেন। বাকি ১৪ লক্ষ টাকা বাড়িতেই ছিল। এরপর কুম্ভ মেলায় (Mahakumbh 2025) যাওয়ার জন্য বাজার করতে গিয়েছিলেন সুলেতাদেবী। ফিরে এসে দেখেন জমি বিক্রি করে পাওয়া সেই ১৪ লক্ষ টাকা চুরি হয়ে গিয়েছে।

এরপর সুলেতাদেবী বারাসত থানায় গিয়ে অভিযোগ দায়ের করলে সিসিটিভি ফুটেজ দেখে দুই সন্দেহজনক ব্যক্তিকে খুঁজতে শুরু করে বারাসাত থানার পুলিশ। শেষে ভাঙ্গড় থেকে করিম নামের এক ব্যক্তিকে এবং ট্যাংরা থানা এলাকা থেকে আসিফ নামে আরো একজনকে গ্রেফতার করে পুলিশ। এই দুজনকে জিজ্ঞাসাবাদ ১১ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

সূত্রের খবর, ধৃত দুই ব্যক্তি পেশাদার চোর। বিভিন্ন এলাকায় চুরি করে বেড়াত। যদিও এর আগে বারাসাতে চুরির (Barasat Theft) কোন রেকর্ড এদের নামে নেই। তবে উক্ত বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তাদের মনে হয় বাড়ির ভেতরে কেউ নেই। সেই অনুযায়ী ঘরের দরজা কায়দা করে খুলে ঘরে ঢুকে গিয়ে চুরি করে চম্পট দেয় তারা। এদিকে বারাসাত থানার পুলিশ খুব অল্প সময়ের মধ্যে কেসের সমাধান করাতে খুশি চক্রবর্তী পরিবার।