WB Weather Update: কলকাতায় বাড়ছে তাপমাত্রা, উইকেন্ডে পারদ ছুঁতে পারে ৩০ ডিগ্রি

আবহাওয়া কলকাতা জেলা রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: ফের বদলে যাচ্ছে রাজ্যের আবহাওয়া (WB Weather Update)। শীতের শেষ পর্ব কাটিয়ে গরমের দিন শুরু হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। গত কয়েকদিন ধরে ঝড়-বৃষ্টি (Rain and Thunderstorm) হয়েছে বিভিন্ন জেলায়, তবে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। কিন্তু এবার আবহাওয়া দপ্তর (Weather Department) জানিয়ে দিল, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, আর উত্তরবঙ্গে (North Bengal Weather) ফের হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ শুক্রবার, থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা (Temperature in South Bengal) উল্লেখযোগ্যভাবে বাড়তে শুরু করবে। কলকাতা (Kolkata Weather) সহ প্রায় সব জেলাতেই পারদ চড়বে। মার্চের শুরুতেই সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

আরও পড়ুন:- https://thenewspole.com/2025/02/26/wb-weather-update-rain-cools-down-south-bengal-but-heat-to-rise-soon/

এই সপ্তাহে সকালবেলা কিছু কিছু জায়গায় সামান্য মেঘ (Cloudy Sky) দেখা গেলেও দুপুর গড়াতেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। আবহাওয়া দফতরের মতে, আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উইকেন্ডে (Weekend Weather) বেশ খানিকটা গরম অনুভূত হবে। শনি ও রবিবার কলকাতার তাপমাত্রা(WB Weather Update) সর্বনিম্ন ২৫ ডিগ্রি ও সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বা তারও বেশি হতে পারে। ফলে মার্চ মাসের শুরু থেকেই গরমের দাপট টের পাওয়া যাবে গোটা দক্ষিণবঙ্গেই।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

যেখানে দক্ষিণবঙ্গে (South Bengal Heatwave) তাপমাত্রা বাড়বে, সেখানে উত্তরবঙ্গে আবার অন্যরকম পরিস্থিতি। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, দার্জিলিং (Darjeeling Weather) ও কালিম্পং (Kalimpong Weather) জেলায় বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া, আলিপুরদুয়ার (Alipurduar Weather) ও জলপাইগুড়িতেও (Jalpaiguri Weather) হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও সংলগ্ন পাহাড়ি এলাকায় হালকা তুষারপাত (Snowfall in Darjeeling) হতে পারে। একই সঙ্গে থাকবে ঘন কুয়াশা (Fog in North Bengal)। তবে বৃষ্টির ফলে উত্তরবঙ্গের তাপমাত্রা(WB Weather Update) খুব বেশি বাড়বে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।