Haroa: হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার অস্থায়ী কর্মী

অপরাধ রাজ্য

নিউজ পোল ব্যুরো: ফের ঘটল ডায়মন্ড হারবারের মত ঘটনা। হাড়োয়া গ্রামীণ হাসপাতালে(Haroa Hospital) নাবালিকাকে ধর্ষণের চেষ্টা। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। এমনকি অভিযুক্তের বিরুদ্ধে উঠেছে প্রাণনাশেরও হুমকি দেওয়া অভিযোগ। পুলিশের কাছে ঘটনা নিয়ে দায়ের করা হয়েছে অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাড়োয়া গ্রামীণ হাসপাতালের এক কর্মী নাবালিকার শারীরিক পরীক্ষার নামে গোপনাঙ্গে অশ্লীল স্পর্শ করে বলে অভিযোগ উঠেছে। পরীক্ষার নামে শৌচালয়ে নিয়ে গিয়ে পোশাক খুলতে বলে এই কু-কর্ম করা হয় বলে অভিযোগ। নাবালিকা ভয় পেয়ে চিৎকার করলে ঘটনা জানাজানি গয়েছে। অভিযুক্ত সুযোগ বুঝে পালিয়ে গেলেও হয়নি শেষ রক্ষা। হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ হাসপাতালের অস্থায়ী কর্মী শেখ রিয়াজকে গ্রেফতার করে। নাবালিকার পরিবার আর জানিয়েছে অভিযুক্ত নাকি পালিয়ে যাওয়ার সময় নাবালিকাকে প্রাণনাশের হুমকি দেয়। ঘটনাকে কেন্দ্র করেই হাসপাতাল চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা।

আরও পড়ুনঃ https://thenewspole.com/2025/02/28/bengal-man-arrested-in-maha-kumbh-for-filming-sharing-bathing-videos-of-women/

জানা গিয়েছে, নির্যাতিতা নাবালিকা গত ২৬ ফেব্রুয়ারি জ্বর, বমির সমস্যা নিয়ে হাড়োয়া হাসপাতালে (Haroa Hospital) ভর্তি হয়েছিল। সঙ্গে হাসপাতালে তার মা ছিল। কিন্তু নাবালিকার মা অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়। সেই সময়েই শুক্রবার সকালে শেখ রিয়াজ নাবালিকাকে শারীরিক পরীক্ষার নামে ডেকে ধর্ষণের চেষ্টা ও গোপনাঙ্গ স্পর্শ করে। ঘটনার পর থেকে নাবালিকা আতঙ্কিত ও মানসিকভাবে ভেঙে পড়েছে। এমনকি পরিবারের দাবি নাবালিকা আত্মহত্যার কথাও ভেবেছে। এই নিয়েই চিন্তায় পরিবার। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/