Malda Medical College: মালদা মেডিকেল কলেজে চিকিৎসা পরিষেবা ব্যহত, চরম দুর্ভোগে রোগীরা

জেলা রাজ্য স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: মালদা মেডিকেল কলেজে (Malda Medical College) এখনও পর্যন্ত কার্ডিওলজি (Cardiology) এবং নিউরোলজি (Neurology) বিভাগের পরিষেবা চালু না হওয়ায় রোগী ও তাঁদের পরিবারকে চরম দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে। চিকিৎসার অভাবে একাধিক অভিযোগ উঠছে, যেখানে হৃদরোগ (Heart Disease) বা স্নায়ুর সমস্যায় (Neurological Disorder) আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় পরিষেবা না মেলায় তাঁদের কথায় কথায় কলকাতা (Kolkata) বা শিলিগুড়ি (Siliguri) রেফার (Referral) করা হচ্ছে।

আরও পড়ুন:- https://thenewspole.com/2025/02/23/why-normal-ecg-does-not-guarantee-heart-health/

রোগীদের একাংশের অভিযোগ, মালদা মেডিকেল কলেজে (Malda Medical College) হৃদরোগ বা স্নায়ুজনিত সমস্যার জন্য প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক নেই, যার ফলে কার্যকর চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে। রাজ্য সরকার যেখানে স্বাস্থ্য ব্যবস্থাকে (Healthcare System) ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিচ্ছে, সেখানে মালদা মেডিকেল কলেজের কার্ডিওলজি (Cardiology) ও নিউরোলজি (Neurology) বিভাগ না থাকা অত্যন্ত দুঃখজনক বলে দাবি করছেন সাধারণ মানুষ। মেডিকেল কলেজ(Malda Medical College) সূত্রের খবর, এখানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (CCU – Critical Care Unit)-এ ৩৬টি বেড রয়েছে। রোগীর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় হৃদরোগ (Cardiac Patients) আক্রান্তদের জন্য বেড পাওয়া কঠিন হয়ে উঠছে। শুধু মালদা নয়, উত্তর দিনাজপুর (North Dinajpur), দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলার পাশাপাশি বিহার (Bihar) ও ঝাড়খণ্ড (Jharkhand) থেকেও বহু রোগী এখানে চিকিৎসার জন্য আসেন। ফলে চাপ আরও বেড়ে যাচ্ছে। মালদা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাঃ পার্থ প্রতিম মুখোপাধ্যায় জানিয়েছেন, “আমরা ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের (Health Department) কাছে কার্ডিওলজি ও নিউরোলজি বিভাগ চালুর জন্য আবেদন করেছি। সেই প্রক্রিয়া চলছে এবং আশা করছি শীঘ্রই পরিষেবা শুরু হবে।”

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান ও রোগী কল্যাণ সমিতির (Patient Welfare Committee) সদস্য কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেছেন, “মালদা মেডিকেল কলেজে কার্ডিওলজি ও নিউরোলজি বিভাগ চালু হবে। এছাড়া সিসিইউ-তে (CCU) আরও ৫০টি বেড বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।” দক্ষিণ মালদা বিজেপির (BJP) সহ-সভাপতি অজয় গাঙ্গুলী জানান, “কেন্দ্রীয় সরকার (Central Government) ৮ বছর আগে মালদা মেডিকেল কলেজে ট্রমা কেয়ার ইউনিট (Trauma Care Unit) চালুর জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ করেছিল। কিন্তু দীর্ঘদিন এই প্রকল্পের কাজ স্থগিত ছিল। পরবর্তীতে দেখা গেল মাত্র পাঁচ কোটি টাকায় একটি বিল্ডিং তৈরি হলো এবং কিছু মেশিন কেনা হলেও তা দীর্ঘদিন অকেজো অবস্থায় পড়ে ছিল। আমাদের আন্দোলনের পর সেই মেশিনগুলোর কাজ শুরু হয়েছে।”