মৃণালকান্তি সরকার, কলকাতা: রাজ্যের ছ’টি কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশ হচ্ছে আজ শনিবার। এই উপলক্ষ্যে সকাল থেকেই গণনা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, মাদারিহাট ও সিতাইয়ের বিধানসভা উপনির্বাচনের ফলপ্রকাশ হচ্ছে। গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি থাকছে ১৬৩ ধারা। এখনও পর্যন্ত গণনার যে ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে ৬টি আসনেই এগিয়ে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
সিতাইয়ে সপ্তম রাউন্ড গণনা শেষে তৃণমূল প্রার্থী সঙ্গিতা রায় এগিয়ে ৭৪ হাজারেরও বেশি ভোটে। তৃণমূল পেয়েছে ৯৬৭৯৬ ভোট। বিজেপি পেয়েছে ২২০৯৭ ভোট।
মাদারিহাট কেন্দ্রে বিজেপির পরাজয় এখন সময়ের অপেক্ষা বলে মনে করছে রাজনৈতিক মহল। এখানে ষষ্ঠ রাউন্ড গণনা শেষে তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টপ্পো এগিয়ে ২৩ হাজারেরও বেশি ভোটে। তৃণমূল পেয়েছে ৫৭৩২৯ ভোট। বিজেপি পেয়েছে ৩৪০১৯ ভোট।
নৈহাটি কেন্দ্রে এরই মধ্যে জয়ী হয়ে গেছেন তৃণমূল প্রার্থী সনৎ দে। ৪৮ হাজারেরও বেশি ভোটে জয়ী হন তিনি। নৈহাটি উপনির্বাচনে দশম রাউন্ডের গণনা সম্পূর্ণ হওয়ার পর তৃণমূল প্রার্থী সনদ দে ৪৮,৮৭৯ ভোটে জয়ী হয়েছেন। জয়ের পর প্রার্থী বলেন, ‘এই জয় নৈহাটির মানুষের জয়। এখন আরও দায়িত্ব বাড়ল। প্রথম কাজ হল, নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালের উন্নয়ন করা।’
হাড়োয়ায় ষষ্ঠ রাউন্ডে ৬৩৪৫১টি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম। এখনও পর্যন্ত তিনি পেয়েছেন ৭২৪১৪ ভোটে। আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম ৮৯৬৩ ভোট পেয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে। কংগ্রেসকে পেছনে ফেলে বিজেপি এগিয়ে এল তৃতীয় নম্বরে। বিজেপি পেয়েছে ২৯৪৭ ভোট।
মেদিনীপুরে সপ্তম রাউন্ডের গণনা শেষে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা এগিয়ে আছে ১৮১১৭ ভোটে। তৃণমূল পেয়েছে ৫৬৬০০ ভোট। বিজেপি পেয়েছে ৩৮৪৮৩ ভোট।
বাঁকুড়ার তালড্যাংরায় চতুর্থ রাউন্ডের গণনা শেষে ১২১৫৮ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। তৃণমূল ভোট পেয়েছে ৩৪৫৮৮ ভোট। বিজেপি পেয়েছে ২২৪৩০ ভোট। রাজ্যে সবুজ আবীর নিয়ে উৎসবে মাতোয়ারা শাসক দলের কর্মী সমর্থকরা।