Siddharth Malhotra and Kiara Advani: সিড কিয়ারার ঘরে শীঘ্রই আসতে চলেছে নতুন অতিথি

বিনোদন

নিউজ পোল ব্যুরো: ৭ ফেব্রুয়ারি ২০২৪ সালে বলিউডের(Bollywood) হট কপল কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রা(Siddharth Malhotra and Kiara Advani) বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এই বছর ৭ ফেব্রুয়ারি তারা ধুমধাম করে নিজেদের প্রথম বিবাহবার্ষিকী কাটিয়েছেন। প্রথম বিবাহবার্ষিকী(First Wedding Anniversary) পেরোতে না পেরোতেই সুখবর দিলেন বলিউডের এই দম্পতি(Bollywood Couple)। ইনস্টাগ্রামে একটি সাদা মজার ছবি পোস্ট করে কিয়ারা লিখেছেন,” আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার। শীঘ্রই আসছে…এই ছবি আর ক্যাপশন দেখেই আবেগে ভেসেছেন সিড কিয়ারার অনুরাগীরা। অনেকেই ইনস্টাগ্রামে(Instgram) তাদেরকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।

আরও পড়ুন:-https://thenewspole.com/2025/02/28/salman-khan-sikandar-teaser-action-movie/

বেশ কয়েকমাস ধরেই কিয়ারা এবং সিদ্ধার্থ একে অপরকে ডেট(Dating) করেছেন। এরপর তাদের প্রেমের বিষয়টি বলিউডে ছিল একটি চর্চিত(Talk of the Town) বিষয়। এরপর ২০২৪ সালে ফেব্রুয়ারি মাসে জয়সালমিরের এক কেল্লায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সিদ্ধার্থ এবং কিয়ারা। প্রসঙ্গত, বলিউডে হাতেখড়ি হওয়ার পরেই সিদ্ধার্থ মন দিয়ে ফেলেন সুন্দরী কিয়ারাকে(Kiara Advani)। যদিও সেই সময় আলিয়ার(Alia Bhatt) সঙ্গেও সিদ্ধার্থের প্রেমের গুঞ্জনের কথা শোনা যায়। তবে তাদের প্রেমের বিষয়টি তেমন জমে ওঠার আগেই রণবীর কাপুরের(Ranbeer Kapoor) প্রেমে পড়েন আলিয়া। ঠিক সেই সময় সিদ্ধার্থের জীবনে এন্ট্রি নেয় কিয়ারা। সিদ্ধার্থ আর কিয়ারা শেরশাহ(Shershah) ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন। সেই ছবির সেট থেকেই শুরু তাদের বন্ধুত্ব। ক্রমশ তাদের(Siddharth Malhotra and Kiara Advani) বন্ধুত্ত প্রেমে পরিণত হয়। এরপরেই দুজনে সিদ্ধান্ত নেন যে তারা বিয়ে করবেন। এরপর ধুমধাম করে বিয়ে হয় তাদের। আর এবার বিয়ের একবছর পেরোতেই তারা দুই থেকে তিন হচ্ছেন এমন সুখবরই দিলেন সিদ্ধার্থ এবং কিয়ারা।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:-https://www.facebook.com/share/164mWXbsyp/

কয়েকমাস আগেই বলিপাড়ায় গুঞ্জন উঠেছিল যে কিয়ারা নাকি(Siddharth Malhotra and Kiara Advani) মা হতে চলেছেন। সেই প্রসঙ্গে কিয়ারা বলেছিলেন মা হলে তো ভালোই হবে। অনেকরকম খাওয়া দাওয়া করা যাবে। আমি তো খেতে ভালোবাসি। তাই খুব খেতে ভালোবাসি।