নিজস্ব প্রতিনিধি: খাস কলকাতার বুকে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সরকারি হাসপাতালে তাণ্ডব চালাল একদল দুষ্কৃতী। জরুরি বিভাগে ভাঙচুরের পাশাপাশি প্রচুর ওষুধ ও জীবনদায়ী ইঞ্জেকশন নষ্ট করার অভিযোগ হাসপাতালের কর্তৃপক্ষের। এই ঘটনায় জখম ৩জন নার্স। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার বেহালায়।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ঠাকুরপুকুর থেকে হৃদরোগে আক্রান্ত এক রোগীকে নিয়ে যাওয়া হয় বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে। কিন্তু, চিকিৎসা শুরু হলেও রোগীকে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। রাত ন’টা নাগাদ ডেথ সার্টফিকেট দেওয়ার সময় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয় রোগীর পরিবারের।
হাসপাতালের অভিযোগ, রাত সাড়ে ১০টা নাগাদ প্রায় কয়েকশ দুষ্কৃতী প্রথমে ভিজিটিং গেটে ভাঙচুর চালায়, পরে জরুরি বিভাগে ঢুকে কার্যত তাণ্ডব শুরু করে। ঘণ্টাখানেকের বেশি সময় ধরে চলে এই তাণ্ডব। আতঙ্কে বেড ছেড়ে পালিয়ে যান অন্যান্য রোগী ও রোগীর পরিবারের সদস্যরা। মেল অবজার্ভেশন ওয়ার্ডে বেশ কিছু মহিলা ঢুকে একাধিক ওষুধ, ইঞ্জেকশন নষ্ট করে দেয়। বাথরুমে ঢুকিয়ে নার্সিং কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। এর ফলে ৩জন নার্সিং কর্মী জখম হন, তাঁদের চিকিৎসা চলছে। তাঁদের জামা-কাপড় ছিঁড়ে দেওয়া হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, ‘গুরুতর অবস্থায় রোগীকে নিয়ে আসা হয়, আমরা খুবই অল্প সময় পেয়েছি। সব রকম চেষ্টা করা হয়েছে। কিন্তু ওরা কোনও কথা শুনতে চায়নি!’ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পর্ণশ্রী থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।