নিউজ পোল ব্যুরো: রাজারহাটে(Rajarhat) এক মর্মান্তিক ঘটনায়(Rajarhat Incident) ১২ বছরের এক নাবালিকাকে তিন মাস ধরে লাগাতার যৌন নির্যাতনের (Sexual Abuse) অভিযোগে ৪০ বছর বয়সী আবুল হোসেন মিদ্দে নামে এক যুবককে গ্রেফতার করেছে রাজারহাট থানার(Rajarhat Police) পুলিশ। এই ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে রাজারহাট ধারসা এলাকায়। পুলিশ ও পরিবার সূত্রের খবর অনুযায়ী, অভিযুক্ত আবুল হোসেন মিদ্দে খাবারের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে বিভিন্ন নির্জন স্থানে নিয়ে গিয়ে যৌন নির্যাতন(Sexual Abuse) করত। নাবালিকা যাতে এই অত্যাচারের কথা কাউকে না বলে, তার জন্য তাকে ক্রমাগত ভয়ভীতিও দেখানো হতো। এই ভয়াবহ ঘটনাটি(Rajarhat Incident) গত তিন মাস ধরে চলে আসছিল।
আরও পড়ুন:- https://thenewspole.com/2025/03/01/mysterious-deaths-behala-shakuntala-park/
অবশেষে নাবালিকা অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে। বৃহস্পতিবার নাবালিকা তার ওপর ঘটে যাওয়া সমস্ত নির্যাতনের কথা জানায়(Rajarhat Incident)। নাবালিকার মুখে এই ভয়াবহ ঘটনা শোনার পর পরিবারের সদস্যরা স্তম্ভিত হয়ে যান। এরপর শুক্রবার নাবালিকার পরিবার রাজারহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ। পুলিশ পকসো আইনে (POCSO Act) মামলা রুজু করে রাতেই অভিযুক্ত আবুল হোসেন মিদ্দে কে গ্রেফতার করে। ধৃত যুবক রাজারহাট ধারসা(Rajarhat Dharsa) এলাকার বাসিন্দা। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার অপরাধ স্বীকার করেছে। আজ শনিবার, তাকে বারাসাত আদালতে তোলা হবে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাবালিকার পরিবার অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/