IIT Baba: লাঠি হাতে বেধরক মার আইআইটি বাবাকে

অপরাধ দেশ

নিউজ পোল ব্যুরো: এবারের মহাকুম্ভে যে ক’জন ভাইরাল হয়ে সাড়া ফেলে দিয়েছিলেন গোটা দেশে, তাঁদের মধ্যে অন্যতম হলেন অভয় সিং ওরফে আইআইটি বাবা (IIT Baba)। যিনি আইআইটি মুম্বই থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং করার পরেও বেছে নিয়েছেন আধ্যাত্মিকতার পথ। এবারে সেই আইআইটি বাবাকে লাঠি দিয়ে বেধরক মারধরের অভিযোগ উঠল। শুক্রবার ঘটনাটি ঘটেছে একটি টিভি চ্যানেলের বিতর্কসভা চলাকালীন।

আরও পড়ুনঃ Bangladesh Politics: ভারত বা পাকিস্তানকে সমর্থন করলে জায়গা হবে না নয়া বাংলাদেশে

সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচের আগে আইআইটি বাবা (IIT Baba) দাবি করেছিলেন, পাকিস্তান জিতবে। সেই ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হওয়ায় পর থেকেই দিকে দিকে বিদ্রূপের শিকার হতে হচ্ছে তাঁকে। তবে শুক্রবার যে ঘটনা ঘটল তা সবকিছুকেই ছাপিয়ে গিয়েছে। আইআইটি বাবা নিজে অভিযোগ করেছেন, নয়ডার এক বেসরকারি টিভি চ্যানেলে একটি বিতর্কসভায় অংশ নিয়েছিলেন তিনি। সেসময় গেরুয়া পোশাক পরা কয়েকজন লাঠি হাতে আচমকাই নিউজরুমে ঢুকে পড়ে আর প্রথমে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করতে থাকে। তারপর লাঠি দিয়ে মারধর করা হয়।

ঘটনার প্রতিবাদ জানিয়ে সেক্টর ১২৬ থানার বাইরে ধর্ণায় বসেন আইআইটি বাবা (IIT Baba)। সূত্রের খবর, তাঁকে ধর্ণা থেকে তুলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। থানার এসএইচও ভূপেন্দ্র সিং বলেন, “আইআইটি বাবা কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে থানার বাইরে ধর্ণায় বসেছিলেন। তাঁকে অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।”

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

এবারের মহাকুম্ভে ভাইরাল হয়েছেন এমন সন্ন্যাসীর সংখ্যা নেহাত কম নয়। এঁদের মধ্যে অভয় সিং ওরফে আইআইটি বাবা একেবারে উপরের সারিতে রয়েছেন। মুম্বই আইআইটি থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং করার পরেও আধ্যাত্মিক পথ বেছে নেওয়ায় আলাদা করে সকলের নজর কেড়েছিলেন তিনি। তাঁকে নিয়ে বিদ্রূপও নেহাত কম হয়নি। আর এবারে তাঁকে চূড়ান্ত হেনস্থার অভিযোগ উঠল।