Govinda-Sunita: ৩৭ বছর পর কী আলাদা হচ্ছেন সুনীতা-গোবিন্দা?

বিনোদন

নিউজ পোল ব্যুরো: তিন দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে থাকা গোবিন্দা ও সুনিতা আহুজার (Govinda-Sunita) সম্পর্ক (Relation) নিয়ে বর্তমানে চলছে জল্পনা (Speculation)। কিছুদিন আগেই শোনা গিয়েছিল, তারা ডিভোর্সের (Divorce) সিদ্ধান্ত নিতে চলেছেন। এমনকি সুনিতা (Sunita Ahuja) নিজেই একসময় বিবাহ বিচ্ছেদের (Divorce) মামলা দায়ের করেছিলেন। তবে এখন এই সমস্ত গুঞ্জনের মধ্যে সুনিতা (Sunita Ahuja) একেবারে সোজাসাপটা মন্তব্য করেছেন। তিনি বলেছেন, কোন ‘মাই কা লাল’ আমাকে গোবিন্দার থেকে আলাদা করে দেখাক!’

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

একটি সাক্ষাৎকারে (Interview) সুনীতা জানিয়েছেন, তিনি এবং গোবিন্দা দীর্ঘদিন ধরে আলাদা থাকেন, তবে তাদের সম্পর্কের (Relationship) মাঝে কোন ফাটল আসেনি। সুনীতা আরও বলেন, ১২ বছর ধরে তিনি একা নিজের জন্মদিন (Birthday) পালন করেন, কিন্তু তাদের মধ্যে কোন অশান্তি নেই। গোবিন্দা যখন রাজনীতিতে (Politics) যোগ দেন তখন আমাদের বাড়িতে দলের নেতা কর্মীরা আসতেন। এই সময়ে আমাদের মেয়ে বড় হচ্ছিল। তখন আমি আর গোবিন্দা আলাদা থাকার সিদ্ধান্ত (Decision) নিয়েছিলাম, কারন আমাদের বাড়ির সামনে একটি অফিসও নিয়েছিলাম যাতে আমরা স্বাধীনভাবে থাকতে পারি।

সুনীতা (Sunita Ahuja) জানান, একে অপরের থেকে আলাদা থাকার কারণে তাদের সম্পর্কে কোন সংকট (Crisis) আসেনি এবং তিনি কড়া চ্যালেঞ্জ (Challenge) ছুড়ে দেন, কেউ যদি আমাকে গোবিন্দার থেকে আলাদা করতে পারে, তবে দেখব।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/02/28/kiara-advani-sidharth-malhotra-first-anniversary-announcement/

গোবিন্দা ও সুনীতা (Govinda-Sunita) একসঙ্গে ১৯৮৭ সালে বিবাহ বন্ধনে (Marriage) আবদ্ধ হন। ১৯৮৮ সালের তাদের মেয়ে টিনার জন্ম হয় এবং পরে ছেলে যশবর্ধন আসে। সুনীতা মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সুখী পরিবারের (Happy family) ছবি শেয়ার করেন। তবে কিছুদিন আগে যখন গোবিন্দার পায়ে গুলি লাগে তখনই সুনীতা নিজে ডিভোর্সের (Divorce) মামলা দায়ের করেছিলেন। যদিও তাদের আইনজীবী (Lawyer) ললিত বিন্দাল জানিয়েছেন, এই সমস্ত কিছু তাদের সম্পর্কের জন্য কোন সমস্যা তৈরি করবে না।

ললিত বলেন, মাস ছয়েক আগে সুনীতা এবং গোবিন্দা (Govinda-Sunita) ডিভোর্স (Divorce) মামলা দায়ের করেছেন। তবে তাদের সম্পর্ক এখনো অটুট। তারা একসঙ্গে থাকবেন এবং আগামী দিনগুলোতে একে অপরের পাশে থাকবেন। তিনি জানান, গোবিন্দা ও সুনীতা (Govinda Sunita Ahuja) গত বছরের নিউ ইয়ারে (New Year) একসঙ্গে নেপালের (Nepal) পশুপতিনাথ মন্দিরে (Pashupatinath Temple) গিয়েছিলেন। তখনো তাদের মধ্যে সবকিছুই ঠিকঠাক ছিল।

এখন প্রশ্ন উঠছে, তাহলে কি গোবিন্দার পায়ে গুলি লাগার ঘটনার সঙ্গে তাদের দাম্পত্য কলহের (Marital strife) কোন সম্পর্ক ছিল? অনেকেই এটিকে কাকতালীয়( Coincidence) বলে মনে করছেন।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/03/01/kangana-ranaut-javed-akhtar-legal-battle-settlement/