West Bengal Weather: শীতের বিদায়, গরমের পদধ্বনি—মার্চের শুরুতেই আবহাওয়ার বড় পরিবর্তন!

আবহাওয়া কলকাতা জেলা রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: শীতের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে, বসন্তের আগমনে বদলে যাচ্ছে রাজ্যের আবহাওয়া(West Bengal Weather)। দক্ষিণবঙ্গে (South Bengal) দ্রুত লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, আর উত্তরে (North Bengal) বর্ষার ছোঁয়া মিলছে। মার্চের শুরুতেই (March Weather Update) গরমের অনুভূতি স্পষ্ট হয়ে উঠছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Department) জানাচ্ছে, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। একইসঙ্গে উত্তরের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন:- https://thenewspole.com/2025/03/01/west-bengal-weather-forecast-march-temperature-rise-rain-snow/

গত কয়েকদিনে কলকাতা (Kolkata) সহ সমগ্র দক্ষিণবঙ্গে (South Bengal Weather) দিনের তাপমাত্রা লাফিয়ে বেড়েছে। আগামী ৪৮ ঘণ্টায় আরও ২-৩ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। রবিবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। রাজ্যের শুষ্ক আবহাওয়া বজায় থাকবে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। আজ রবিবার, ও সোমবার কলকাতার (Kolkata Weather) সর্বনিম্ন তাপমাত্রা(West Bengal Weather) ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। দিনের বেলায় রোদের তেজ বাড়বে এবং গরমের অনুভূতি তীব্র হবে। তবে রাতের দিকে দক্ষিণবঙ্গের (South Bengal) আবহাওয়া কিছুটা মনোরম থাকবে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

অন্যদিকে, উত্তরবঙ্গের (North Bengal Weather) বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং (Darjeeling), জলপাইগুড়ি (Jalpaiguri), কালিম্পং (Kalimpong) ও আলিপুরদুয়ারে (Alipurduar) রবিবার বৃষ্টি হতে পারে। তবে ২ ও ৩ মার্চ আবহাওয়ার উন্নতি হবে এবং বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। তবে ৪ এবং ৫ মার্চ ফের দার্জিলিঙে (Darjeeling Weather) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি, রবিবার দার্জিলিঙে তুষারপাতের (Snowfall in Darjeeling) সম্ভাবনাও রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের (Alipore Meteorological Department) পূর্বাভাস অনুযায়ী, আজ থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং মার্চের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) আবহাওয়া আরও গরম হয়ে উঠবে। ভ্যাপসা গরমের (Humidity in Bengal) অনুভূতি বাড়বে এবং দিনে প্রচণ্ড রোদের তাপ থাকবে। সুতরাং, যারা উত্তরবঙ্গে (North Bengal Trip) ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন, তারা আবহাওয়া(West Bengal Weather) আপডেট দেখে পরিকল্পনা করুন। আর দক্ষিণবঙ্গের (South Bengal) বাসিন্দাদের জন্য গরমের প্রস্তুতি শুরু করাই ভালো!