IND Vs NZ: ভারত নয়, দুবাইয়ে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ যেন অজিরা

ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: রবিবাসরীয় দুবাইয়ে মুখোমুখি হয়েছে ভারত এবং নিউজিল্যান্ড (IND Vs NZ)। সত্যিই কি তাই? প্রথমে ব্যাট করতে নামা টিম ইন্ডিয়ার ইনিংসে যে ফর্মা দেখালেন গ্লেন ফিলিপস (Glenn Phillips), কেন উইলিয়ামসনরা (Kane Williamson) তাতে মনে হতেই পারে ভারত নয়, এদিন মরু শহরে আসলে তাদের প্রতিপক্ষ প্রতিবেশী অস্ট্রেলিয়া। যাদের সঙ্গে হয়ত চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) সেমিফাইনালে দেখা হতেই পারে।

আরও পড়ুনঃ IND Vs NZ: ভারতের বিরুদ্ধে কেন এগিয়ে কিউইরা?

একদিনের ক্রিকেটে টানা ১৩ বার টস হেরে প্রথমে ব্যাট করতে নামা। তারপর ৩০/৩ -এর ধাক্কা সামলে ২৪৯ পর্যন্ত পৌঁছনো।‌ রো-কো জুটির ব্যর্থতা ভুলিয়ে শ্রেয়স আইয়ার (৭৯), অক্ষর প্যাটেল (৪২) এবং হার্দিক পাণ্ডিয়ার (৪৫) বিচক্ষণ ব্যাটিং। এদিন পরপর ওঠানামার সাক্ষী থাকল মরু শহর। তবে এগুলির একটিও ভারতীয় ইনিংসের ইউএসপি নয়। ৪২ রানে ৫ উইকেট নিলেন ম্যাট হেনরি। এমনকি সেটিও নয়। সবকিছুকে ছাপিয়ে গেল ফিলিপস এবং উইলিয়ামসনের ৩ ক্যাচ।

আইসিসির মঞ্চে ভারত-নিউজিল্যান্ড (IND Vs NZ) কিউইদের তরফে স্পেশাল কিছু দেখা যাবে না তা হতেই পারে না। তবে রবিবারের দুবাই যে ৩ ক্যাচ দেখে ফেলল, সেগুলির তুলনা খুঁজতে বসলে সত্যিই মাথা চুলকাতে হয়। প্রথমে বিরাট কোহলির সজোরে মারা স্কোয়ার কাট একেবারে সুপারম্যানের ভঙ্গিতেই উড়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে মাত্র একটি তালুতেই বন্দি করলেন ফিলিপস। তারপর উইলিয়ামসনও যথাক্রমে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ এবং ব্যাকওয়ার্ড পয়েন্টে এক হাতে পাকড়াও করলেন অক্ষর এবং জাদেজাকে।

তিনটি ক্যাচই অবিশ্বাস্য। তবু ফিলিপস যেভাবে কোহলিকে ফেরালেন তাতে তাঁর সঙ্গে সুপারম্যানও নয়, কেবলমাত্র ভিনগ্রহী প্রাণীদেরই তুলনা চলে। শুধু কি তাই? ক্যাচটি নেওয়ার পর গ্যালারির দিকে তাকিয়ে তিনি যে অঙ্গভঙ্গি করেন তাতে মনে হল এই ক্যাচ যেন জলভাত তাঁর কাছে। ভারতীয় দল তো বটেই, একইসঙ্গে যেন অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে এ এক হুঁশিয়ারি।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

ফিল্ডিং ইউনিট হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে বরাবরই প্রথম সারিতে রয়েছে ব্ল্যাক ক্যাপরা। তবে এদিনের ৩ ক্যাচ নিঃসন্দেহে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও বিশ্বসেরা অজিদের। এদিন নিউজিল্যান্ড যদি ভারতকে হারিয়ে দেয় তাহলে সেমিফাইনালে তাদের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। তা না হলে ফাইনালেও দুই দল মুখোমুখি হতে পারে। সেদিক থেকেও কি স্টিভ স্মিথবাহিনীকে হুশিয়ারি দিয়ে রাখলেন না মিচেল স্ট্যান্টনাররা? রানের পুঁজি কম থাকলে ফিল্ডিং দিয়েও তো ম্যাচ ঘোরানো যায়। ওই একটা কথা আছে না, Catches win matches!