নিউজ পোল ব্যুরো: শনিবারের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ঘটনাকে ঘিরে উত্তাল কলকাতা। ঘটেছে রক্তারক্তি ঘটনা। হাসপাতালে যেতে হয়েছে খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। সেই সব ঘটনার প্রতিবাদে সোমবার পথে নামছে বামেরা। আগামীকাল অর্থাৎ সোমবার ৩ মার্চ থেকেই আবার শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (HS Exam)। বাম ছাত্র-সংগঠনগুলির যাদবপুরে বনধ ডাকা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। কলকাতা পুলিশ (Kolkata Police) মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দিল বড় বার্তা।
আরও পড়ুন: Jadavpur University: উত্তাল যাদবপুর, শিক্ষামন্ত্রী প্রবেশ করতেই আগুনে ঘি
রবিবার কলকাতা পুলিশ (Kolkata Police) কমিশনার মনোজ ভার্মা করলেন সাংবাদিক সম্মেলন। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে হেল্পলাইন নম্বর লঞ্চ করল কলকাতা পুলিশ (Kolkata Police) এবং রাজ্য পুলিশ। অন্যদিকে সোমবার এসএফআইয়ের রাজ্যজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সেই নিয়েই পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে কোনরকম অপ্রীতিকর ঘটনা সৃষ্টি হবে না এবং প্রতিমুহূর্তে সমস্ত পরীক্ষা কেন্দ্রের বাইরে পুলিশ মোতায়ন করা থাকবে যথাযথ ভাবে। কোনরকম অসুবিধার সম্মুখীন হলে হেল্পলাইন নম্বরে অথবা নিকটবর্তী দাঁড়িয়ে থাকা কোন পুলিশের সঙ্গে যোগাযোগ করে সাহায্য নিতে পারে পরীক্ষার্থী এবং অভিভাবকরা। পুলিশ কমিশনার মনোজ কুমার ভর্মা বলেন, “কোন অসুবিধা হলে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যারা রাজনৈতিক কর্মসূচি করছেন তারা নিশ্চিয়ই মাথায় রাখবেন। কলকাতা পুলিশের এলাকায় ৩০ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। কলেজ স্কোয়ার, যাদবপুর সহ বেশ কিছু জায়গায় বিশেষ নজরদারি থাকবে।”
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
রবিবার এডিজি আইবি ও অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চের দায়িত্বপ্রাপ্ত অফিসার জাভেদ শামিম বলেন, “আগামিকাল পরীক্ষা আছে। পুলিশ প্রস্তুত আছে। কিছু রাজনৈতিক কর্মসূচি রয়েছে। আমরা আশ্বাস দিচ্ছি কোনও রকম অসুবিধা হবে না। আজ লালবাজারের তরফে একটি হেল্প লাইন নম্বর প্রকাশ করা হয়। পড়ুয়ারা কোনও অসুবিধায় পড়লে ৯৪৩২৬১০০৩৯ নম্বরে ফোন করতে পারবেন। এর পাশাপাশি ১০০ ডায়াল করলেও তাঁরা সাহায্য পাবেন।” রাস্তায় যে কোনো রকম সমস্যা সমাধানের জন্য সিভিক ভলান্টিয়র থেকে উচ্চ-পদস্থ পুলিশ আধিকারিকরা(Kolkata police) থাকবেন বলেই জানিয়ে দেওয়া হয়েছে।