Champions Trophy: ক্রিকেট ঈশ্বর যা যা করেন, সবই কি মঙ্গলের জন্য?

ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল স্পোর্টস ব্যুরো: গ্রুপ পর্বে রোহিত শর্মার দলের একমাত্র কঠিন প্রতিপক্ষ যে নিউজিল্যান্ড সে কথা জানা ছিল সকলেরই। সেই কিউইদেরই ৪৪ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) সেমিফাইনালে মেন ইন ব্লু। তৃতীয় ভারতীয় হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৫ উইকেট নিলেন বরুণ চক্রবর্তী। রবিবাসরীয় দুবাইয়ে ভারতীয় লেগ স্পিনারের বোলিং ফিগার ১০-০-৪২-৫। কিন্তু যা হল সেটা ভাল হল কি?

আরও পড়ুনঃ IND Vs NZ: ভারত নয়, দুবাইয়ে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ যেন অজিরা

কথায় বলে, ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই করেন। রবিবারের দুবাইয়ে ক্রিকেট ঈশ্বর যা করলেন সেটাও কি ভারতের ভালর জন্যই? গ্রুপ বি থেকে দ্বিতীয় দল হিসেবে শেষ চারে উঠেছে অস্ট্রেলিয়া। অর্থাৎ প্রতিযোগিতার নিয়ম অনুসারে, মঙ্গলবারের প্রথম সেমিফাইনালে অজিদের মুখোমুখি হবে ভারত। সেই প্রতিপক্ষ, যাদের কাছে হার মানতে হয়েছিল ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালে।

তাহলে আর কি করে বলা যায় ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই করেন? সত্যি কথা বলতে এখনও না বলার কারণ নেই। প্রথমতঃ সে রামও নেই আর সে অযোধ্যাও নেই। ২০২৩ সালের ১৯ নভেম্বর মোতেরায় অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন প্যাট কামিন্স। মঙ্গলবার তিনি তো থাকছেনই না সেই সঙ্গে থাকছেন না মিচেল স্টার্ক কিংবা জস হ্যাজেলউড। স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েলরা থাকলেও দুবাইয়ের মন্থর উইকেটে কুলদীপ-বরুণদের সামনে কাজটা তাদের জন্য মোটেই সহজ হবে না। এদিন ২৫০ তাড়া করতে নেমে কেন উইলিয়ামসনের ১২০ বলে ৮১ সত্বেও যেভাবে ব্ল্যাক ক্যাপরা স্পিনের জালে জড়িয়ে হাঁসফাঁস করল তাতেই প্রমাণিত দুবাইয়ের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) জয়ের সবথেকে বড় দাবিদার টিম ইন্ডিয়া-ই। কারণ, এই ম্যাচ দেখিয়ে দিয়েছে কোয়ালিটি স্পিন অ্যাটাক থাকলে ২৩০-৪০ করেও এই উইকেটে বড় জয় সম্ভব।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

তাছাড়া অস্ট্রেলিয়া যেকোনো আইসিসি প্রতিযোগিতার ফাইনালেই ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হয়ে যায়। ফাইনালে তাদের টেক্কা দেওয়ার এক কথায় যেন অসম্ভব। তবে সেমিফাইনালে কিন্তু সম্ভব। ভারতই হারিয়েছে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে। তাছাড়া ইংল্যান্ডও ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপ সেমিফাইনালে হারিয়েছে ক্যাঙ্গারুদের। তাই চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) সেমিতেই অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়ে যাওয়াটা শাপে বর হতে পারে রোহিতদের জন্য। তবে ওই যে কথায় আছে না, শেষ ভাল যার সব ভাল তার!