নিউজ পোল ব্যুরো: হাড়োয়ায় রাতের অন্ধকারে বিজেপির পরাজিত প্রার্থীর জমিতে ফসল ও গাছ কাটা, ট্রাক্টর ও স্যালো মেশিন ভাঙচুরের অভিযোগ। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তদন্তে পুলিশ।

এবার ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুললো খোদ প্রার্থী নিজেই। উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভার উপনির্বাচন শেষ হতেই, হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের সদরপুরের বাসিন্দা হাড়োয়া বিধানসভার উপনির্বাচনের বিজেপি প্রার্থী বিমল দাস অভিযোগ করেন, শনিবার রাতে তাঁর প্রায় চার বিঘা জমির গাছ কেটে দেওয়া হয়েছে। এর পাশাপাশি স্যালো মেশিন ও ট্র্যাক্টর ভাঙচুর করেছে দুষ্কৃতীরা। তাঁর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

তবে এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের তরফে সুরেশ মণ্ডল বলেন, ‘এটা বিজেপি নিজস্ব গোষ্ঠীদ্বন্দ্বের জের। এর সঙ্গে তৃণমূল কোনভাবেই জড়িত নয়। হাড়োয়ায় জামানত জব্দ হয়েছে। বিজেপি সহ বিরোধী দলগুলোর পায়ের তলায় জমি নেই, হেরে যাওয়ার ফলে হতাশাগ্রস্ত হয়ে নিজেরাই এসব কাজ করছে।এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জের।’ পুরো বিষয়টা তদন্ত শুরু করেছে হাড়য়া থানার পুলিশ।