নিউজ পোল ব্যুরো: ফাগুনের মাঝামাঝি সময় হলেও বসন্তের রঙে ভরে উঠেছে চারপাশ। তবে ক্যালেন্ডারে বসন্ত থাকলেও আবহাওয়ার পরিবর্তন জানিয়ে দিচ্ছে গ্রীষ্মের (Summer Season) আগমনী বার্তা। দক্ষিণবঙ্গের (WB Weather) আকাশে এখন রোদের তেজ বাড়ছে দিন দিন। ভোরবেলায় খানিকটা ঠান্ডা ভাব থাকলেও বেলা বাড়তেই বাড়ছে উষ্ণতা। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেই থাকছে বেশ মনোরম আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Meteorological Department) পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহে সামান্য হলেও তাপমাত্রা (Temperature) কমার কথা ছিল। সেই পূর্বাভাসকে সত্যি করেই দক্ষিণবঙ্গে দিনের এবং রাতের তাপমাত্রা কিছুটা কমেছে। জানা গিয়েছে, আগামী দু’দিনের মধ্যে তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে সপ্তাহের শেষ দিকে আবারও বাড়বে পারদ।
আরও পড়ুন:- West Bengal Weather: শীতের বিদায়, গরমের পদধ্বনি—মার্চের শুরুতেই আবহাওয়ার বড় পরিবর্তন!
যদিও আপাতত বৃষ্টির (Rainfall) কোনও সম্ভাবনা নেই। তাই গরম থেকে স্বস্তির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather Office)।আবহাওয়ার বিশেষজ্ঞদের মতে, আগামী ৯ মার্চ, রবিবার একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা (Western Disturbance) প্রবেশ করতে পারে। বর্তমানে দুটি ঘূর্ণাবর্ত (Cyclonic Circulation) সক্রিয় রয়েছে—একটি অসম (Assam) অঞ্চলে এবং অপরটি মালদ্বীপ সংলগ্ন এলাকায়। এই তিনটি সিস্টেমের সম্মিলিত প্রভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় (South Bengal Weather) আকস্মিক(WB Weather) পরিবর্তন ঘটতে পারে। এর ফলে তাপমাত্রা কিছুটা ওঠানামা করবে, তবে রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে। আজ বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature) ২২.৭ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। আগামী দিনে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, আর সর্বোচ্চ তাপমাত্রা (Maximum Temperature) ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
উত্তরবঙ্গের (North Bengal) আবহাওয়া তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও সপ্তাহের শেষের দিকে কিছু পরিবর্তন হতে পারে। বিশেষ করে দার্জিলিং (Darjeeling) এবং সংলগ্ন চারটি পার্বত্য জেলায় (Hilly Regions) বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ও বুধবার দার্জিলিং এবং কালিম্পং (Kalimpong) এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া আলিপুরদুয়ার (Alipurduar) ও জলপাইগুড়ি (Jalpaiguri) জেলায়ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও তাপমাত্রায় তেমন বড় পরিবর্তন আসবে না আগামী ৪-৫ দিনে। সুতরাং, বসন্তের আবহে গরমের আভাস পাওয়া গেলেও সাময়িকভাবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা কমছে। তবে সপ্তাহ শেষে আবারও গরমের প্রকোপ(WB Weather) বাড়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টির ছোঁয়া লাগলেও সার্বিকভাবে আবহাওয়া খুব একটা পরিবর্তন হচ্ছে না।