নিউজ পোল ব্যুরো: রান তাড়া (Run Chase) করার ক্ষেত্রে তাঁকে সর্বকালের সেরা (Alltime Great) বললেও কি খুব ভুল হবে? রান তাড়া করার সময় বিশ্বের অন্যতম সেরা ব্যাটার তিনি বা বলা ভাল তাঁর ধারেকাছে কেউ নেই এই মুহূর্তে। কার কথা বলছি বুঝতে অসুবিধা হচ্ছে না নিশ্চয়ই। তিনি বিরাট কোহলি (Virat Kohli)। নেটিজেনদের ভাষায় ‘চেজ কিং’ (Chase King), ‘চেজ মাস্টার’ (Chase Master) ইত্যাদি। মঙ্গলবারও চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) সেমিফাইনালে (Semifinal) অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে ২৬৫ রান তাড়া করতে নেমে তাঁর ব্যাট থেকে এল ৮৪ রান। সঙ্গে একদিনের ক্রিকেটে (ODI) রান তাড়া করে ৮০০০ রান পূর্ণ করলেন তিনি। সামনে ৮০৬৩ রান নিয়ে রয়েছেন শুধুমাত্র শচীন টেন্ডুলকার (Sachin Tendulkar)।
আরও পড়ুন: Virat Kohli: সত্যিই তিনি ‘বিরাট’
সামগ্রিকভাবে সফল রান তাড়া করার ক্ষেত্রেও বিরাট কোহলি (Virat Kohli) শীর্ষে রয়েছেন। ১০৬ টি ইনিংসে ৫৯৯৯ রান রয়েছে তাঁর। রান তাড়া করা যদি কোন শিল্প হয় তবে তিনি এই শিল্পের পিকাসো। এই ক্ষেত্রে কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের সঙ্গেও তাঁর তুলনা টানা যেতে পারে। একদিনের ক্রিকেটে রান তাড়া করার ক্ষেত্রে কমপক্ষে ১০০০ রান করেছেন এরকম ব্যাটসম্যান রয়েছে ২৩৭ জন। তাঁদের মধ্যে একমাত্র কোহলির গড়ই ৬০ -এর বেশি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯৮ বলে ৮৪ রানের ইনিংসে মাত্র ৫ টি বাউন্ডারি মেরেছেন কোহলি (Virat Kohli)। পুরো ইনিংসটিই সাজানো ডাবলস এবং সিঙ্গেলস দিয়ে। যা আরও একবার প্রমাণ করলো যে ইনিংস তৈরি করার ক্ষেত্রে তাঁর জুরি মেলা ভার। আগ্রাসন যে সবসময় চার ছয়ের দ্বারা আসেনা তার সবথেকে বড়ো উদাহরণ কোহলির এই ইনিংসটি। তাঁর খেলার ধরণ থেকে তাঁর সেলিব্রেশন সবসময়ই আগ্রাসী হয়ে থাকে। কিন্তু মঙ্গলবারের ইনিংসে তিনি যেন সৌম্য। তিনি যেন শান্ত। ৫২ তম সেঞ্চুরিটা এলনা ঠিকই কিন্তু অজি-দর্প চূর্ণ করে ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তুললেন তিনিই। প্রতিপক্ষ অধিনায়ক স্টিভ স্মিথও যা দেখে অভিভূত। ম্যাচ শেষে বলেই ফেললেন, “ওর মত রান তাড়া করতে কেউ পারবে না। আমাদের বিরুদ্ধে এরকম ইনিংস ও অনেক খেলেছে। ক্রিকেটের ইতিহাসে রান তাড়া করে ওর মতো সফল আর কাউকে দেখিনি।“
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
সময়ের সবথেকে বড় জাদু হচ্ছে সময় বদলায়। কয়েক মাস আগের কথা তাঁর ব্যাটে চলছিল রানের খরা। সমালোচনার বাণে বিদ্ধ হচ্ছিলেন কোহলি (Virat Kohli)। অবসরের প্রশ্ন পাক খাচ্ছিল ঘুরেফিরে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতেই সেইসব প্রশ্ন বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন তিনি। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে শতরান হোক বা সেমিফাইনালে অজিদের বিরুদ্ধে ৮৪ রান তিনি নিজেকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন। দলের প্রয়োজনে তিনি ছিলেন, তিনি আছেন, যতদিন খেলা চালিয়ে যাবেন তিনি থাকবেন। তিনি থাকবেন চার-ছয়ে, তিনি থাকবেন সিঙ্গেল ডাবলসে, তিনি থাকবেন ক্রিকেটের ইতিহাসে সফল রান চেজার হিসেবে।