Naxal blast: অভিযান চলাকালীন মাওবাদী হামলা, আহত ৩ জওয়ান

দেশ

নিউজ পোল ব্যুরো: ২০২৬ সালের মধ্যে মাওবাদীদের(Naxal) দমনের ডাক দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। গত বছরেই বেঁধে দিয়েছেন ডেডলাইন। বলেছিলেন,”আমরা বিশ্বাস করি, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে আমরা দেশকে চরম বামপন্থী উগ্রপন্থা থেকে মুক্ত করতে পারব।” কিন্তু তা সত্বেও কমছে না নিরাপত্তারক্ষী বাহিনীদের উপর মাওবাদীদের হামালার ঘটনা। বিশেষ করে ছত্তিশগড়ে। সুযোগ পেলেই মাওবাদীরা পুলিশ ও সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এবার তেমনই এক ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের(Jharkhand) পশ্চিম সিংভূম জেলায়। নকশালদের পেতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (IED) বিস্ফোরণে (Naxal blast) আহত হয়েছেন ৩ জন নিরাপত্তা কর্মী।

বুধবার পুলিশ জানিয়েছে, ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার সারান্দা বন অঞ্চলে নকশালরা একটি আক্রমণ শুরু করে। ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (IED) বিস্ফোরণ ঘটালে ৩ জন নিরাপত্তা কর্মী আহত হন।ঘটনাটি ঘটেছে বালিবা এলাকায়, যেখানে নিরাপত্তা বাহিনী নকশাল বিরোধী অভিযান পরিচালনা করছিল। বিস্ফোরণের পর, আহত জওয়ানদের চিকিৎসার জন্য বিমানে করে রাঁচিতে নিয়ে যাওয়া হয়েছে। হামলার বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার (SP) আশুতোষ শেখর বলেছেন, নকশাল কার্যকলাপ মোকাবেলায় নিরাপত্তা বাহিনী এই অঞ্চলে অভিযান জোরদার করছে। পশ্চিম সিংভূম জেলায় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ বাজেয়াপ্ত করার একদিন পরেই এই হামলা চালানো হয়।

আরও পড়ুনঃ Pakistan: বান্নুতে বিদ্রোহীদের হামলা!

পুলিশ জানিয়েছে, এই হামলার আগে (Naxal blast) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী নকশাল-প্রভাবিত টন্টো থানা এলাকার হুসিপির জঙ্গলে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র বাজেয়াপ্ত করে পুলিশ সুপার আশুতোষ শেখর বলেন, “নিরাপত্তা বাহিনী দুটি ১০ কেজি আইইডি সহ একটি বিস্ফোরক মজুদ জায়গা আবিষ্কার করেছে, যা বোমা নিষ্ক্রিয়কারী দল নিরাপদে নিষ্ক্রিয় করেছে। উদ্ধার করা অস্ত্রাগারে একটি দেশীয় তৈরি পিস্তল, দুটি কার্বাইন, একটি বোল্ট-অ্যাকশন রাইফেল, ১৩ রাউন্ড .৩০৩ বোরের কার্তুজ, আটটি ৭.৬২ মিমি গুলি, ৫৮টি ডেটোনেটর, তিনটি ওয়্যারলেস সেট, পাঁচটি কর্ডেক্স তার এবং ৯৫টি স্পাইক রড রয়েছে।” এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো মাওবাদী দমনে মিলছে সাফল্যও। পর পর অভিযানে নিকেশ করা হয়েছে নকশাল দের। সেই সঙ্গেই তাদের সমাজের মূল স্রোতে ফেরার বার্তাও দেওয়া হচ্ছে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/