নিজস্ব প্রতিনিধি, নিউটাউন: আজ রবিবার সন্ধ্যায় বেপরোয়া এক বাইকের ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। ঘটনাটি নিউটাউনের থাকদারি এলাকায়। মৃতের নাম রূপেন দাস(৪৭)। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিউ টাউন থানার পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, আজ সন্ধ্যা ৬টা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার হাটগাছার দিক থেকে দ্রুত গতিতে আসা একটি বাইক থাকদারি এলাকায় এক পথচারীকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহত ব্যক্তিকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান। মৃত ব্যক্তির নাম রূপেন দাস বয়স আনুমানিক ৪৭ বছর। বাড়ি থাকদারি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিউটাউন থানার পুলিশ ও নিউটাউন ট্রাফিক পুলিশ। ঘাতক বাইক ও চালকের সন্ধান চালাচ্ছে পুলিশ। এলাকায় কোনও সিসিটিভি আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।