নিউজ পোল ব্যুরো: বলা যায় বাংলায় বিধানসভা নির্বাচনের(Assembly Election 2026) ঢাকের বাদ্যি বেজে গিয়েছে। তৃণমূলের(TMC) রণনীতি ঠিক করে দিয়েছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দাদাগিরি ভুলে তৃণমূল স্তর থেকে ময়াদানে নেমে কাজ করার নির্দেশ দিয়েছেন। এমনকি আসন দখলের টার্গেটও বেঁধে দিয়েছেন। এই আবহেই গোটা বাংলা তথা দেশের রাজনৈতিক মহলের নজর রয়েছে রাজ্যের প্রধান বিরোধীদল বিজেপির(BJP) দিকে। তৃণমূলকে পরাস্ত করতে কোন পদক্ষেপ নেবে গেরুয়া বাহিনীর শীর্ষ নেতৃত্বরা তা নিয়ে জল্পনার মধ্যেই বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।
চলতি মাসের শেষের দিকে বাংলায় আসছেন অমিত শাহ। সূত্রের খবর বিধানসভা ভোটের এক বছর আগে থেকেই প্রস্তুতি শুরু করতে চায় গেরুয়া শিবির। সেই কারণেই নাকি এই শাহি সফর। তবে ঠিক কোন দিনে শাহ বঙ্গে আসবেন তা এখনও জানা জায়নি। আগামী বছরে বাংলায় বিধানসভা নির্বাচন বেশ হাড্ডাহাড্ডি হতে চলছে। ২০২১-এর বিধানসভা নির্বাচনে খোদ দেশের প্রধানমন্ত্রী এসে বিজেপিকে ২০০ আসন পার করার টার্গেট বেঁধে দিয়েছিলেন কিন্তু ২০০ দূরের কথা ১০০ আসনের গন্ডি পার করতে পারেনি বিজেপি। তার পর থেকেই বঙ্গে একের পর এক নির্বাচনে ভরাডুবি হয়েছে। ২০২৪-এর লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির আসন সংখ্যা ১৮ থেকে কমে দাঁড়িয়েছে ১২-তে। উপ-নির্বাচনেও জেতা আসন হারিয়েছে বিজেপি। এমনকি উত্তরবঙ্গেও বিজেপির শক্ত ঘাঁটিতে থাবা বসিয়েছে বাংলার শাসক দল। সেই সঙ্গে দল বদলের ঘটনা তো রয়েছেই। তাই বলার অপেক্ষা রাখে না যে ২৬-এর বিধানসভা নির্বাচন বিজেপির কাছে বড় চ্যালেঞ্জের হতে চলেছে।
আরও পড়ুনঃ https://thenewspole.com/2025/03/05/mysterious-death-malda-bulbulchandi-2025/
এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো হরিয়ানা, মহারাষ্ট্র ও দিল্লি দখলের পর অনেকটাই অক্সিজেন পেয়েছে বিজেপিকে। বাকি তিন রাজ্যের মতই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিছু মাস্টারস্ট্রোক দেবে কিনা সেই দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলে। যদিও রাজনৈতিক মহলের অনেকেই বলছেন বাংলায় এই লড়াই বিজেপির কাছে খুব একটা সহজ হবে না। কেন হবে সেই কারণও উল্লেখ করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। উল্লেখ করেছেন বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের কোথা। ১কোটি সদস্য সংগ্রহের টার্গেট নেওয়া হলেও তার ধারে কাছেও যেতে পারেনি গেরুয়া শিবির। এই আবহে বঙ্গে এসে অমিত শাহ (Amit Shah) কি বার্তা দেবেন তা জানতে মুখিয়ে রয়েছে বিজেপির সমস্ত স্তরের নেতারাও।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/