নিউজ পোল ব্যুরো: দক্ষিণবঙ্গে (South Bengal) ক্রমশ গরমের দাপট বাড়লেও তাপমাত্রায় সাময়িক পরিবর্তন আসতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনে পারদের সূচক কিছুটা নামবে। ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে, তবে শীতের অনুভূতি আবার ফিরে আসার সম্ভাবনা নেই। সপ্তাহান্তে আবার তাপমাত্রা(Weather Forecast) বাড়তে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় (South Bengal Districts) চলতি সপ্তাহে তাপমাত্রার ওঠানামা দেখা যাবে। কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে, তবে কিছু জেলায় পারদ ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। শীতের আমেজ প্রায় শেষ হলেও, সাময়িকভাবে কিছুটা স্বস্তি মিলতে পারে এই আবহাওয়া পরিবর্তনের ফলে।
আরও পড়ুন:- Weather Update: তীব্র গরমে নাজেহাল শহর!
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে বৃষ্টির (Rainfall) কোনো সম্ভাবনা আপাতত নেই। কলকাতা (Kolkata), হাওড়া (Howrah), হুগলি (Hooghly), উত্তর ২৪ পরগনা (North 24 Parganas), দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas), পূর্ব মেদিনীপুর (East Midnapore), পশ্চিম মেদিনীপুর (West Midnapore), ঝাড়গ্রাম (Jhargram), পুরুলিয়া (Purulia), বাঁকুড়া (Bankura), পূর্ব বর্ধমান (East Burdwan), পশ্চিম বর্ধমান (West Burdwan), বীরভূম (Birbhum), মুর্শিদাবাদ (Murshidabad) এবং নদিয়া (Nadia)—এই সমস্ত জেলায় আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া (Bengal Weather) বজায় থাকবে। উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর (Coastal East Midnapore) এবং দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Parganas) হালকা কুয়াশার (Fog) দাপট দেখা যেতে পারে। সকালে কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা (Partly Cloudy) থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার (Clear Sky) হয়ে যাবে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
উত্তরবঙ্গে (North Bengal) গত কয়েকদিন পশ্চিমী ঝঞ্ঝার (Western Disturbance) কারণে বৃষ্টির (Rain) সম্ভাবনা থাকলেও এখন আবহাওয়া(Bengali Weather) শুকনো থাকবে। আগামী চার থেকে পাঁচদিন উত্তরবঙ্গে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রারও বিশেষ পরিবর্তন হবে না। আকাশ মূলত পরিষ্কারই (Clear Sky) থাকবে।