Malda Road Accident: সাত সকালেই মালদায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা

breakingnews জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: বৃহস্পতিবার সাতসকালেই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হল মালদা। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়(Road Accident) প্রাণ হারিয়েছে টোটো চালক(Toto Driver) এবং মোট তিনজন যাত্রী। টোটোর অন্য এক যাত্রী এই দুর্ঘটনার জেরে গুরুতর ভাবে আহত হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ এই ঘটনাটি ঘটে। ঘটনাটি মালদার গাজোল থানার দেওতলা এলাকার ঘটনা(Malda Road Accident)। স্থানে সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে একটি টোটো দেওতলা থেকে ছেড়ে গাজোলের উদ্দেশ্যে যাচ্ছিল। টোটোতে ছিলেন বেশ কয়েকজন যাত্রী। যাত্রীদের মধ্যে কেউ কেউ যাচ্ছিলেন আড়তে মাছ বা সবজি কিনতে। কিন্তু যাত্রাপথেই দেওতলা এলাকার ৫১২ নম্বর জাতীয় সড়কে(National Highway) টোটোটি দুর্ঘটনার শিকার হয়। টোটোটির সংঘর্ষ হয় মালদা থেকে আসা গঙ্গারামপুরগামী একটি দ্রুত লরির(Speeding Lorry) সঙ্গে। লরিটি সজোরে ধাক্কা মারে টোটোতে এবং ধাক্কা মারার পর লরিটি সেখান থেকে পালিয়ে যায়। ওই ধাক্কার জেরেই ঘটনাস্থলে টোটোটি দুমড়ে-মুচড়ে যায়।

আরও পড়ুন:- Malda News: চাষের জমি থেকে উদ্ধার নগ্ন দেহ

এই ভয়াবহ দুর্ঘটনার(Malda Road Accident) জেরেই টোটো চালক সহ তিনজনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। এই ভয়াবহ দুর্ঘটনায় টোটোর এক যাত্রী গুরুতরভাবে আহত হন। স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিকে উদ্ধার করে পাঠায় মালদা মেডিক্যাল কলেজে(Malda Medical College and Hospital)। স্থানীয়রা তড়িঘড়ি পুলিশে খবর দেন। পুলিশ খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে আসে। পুলিশ তিনটে মৃতদেহ উদ্ধার করে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে পাঠায়। এই ঘটনার জেরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ আশ্বাস দিয়েছে খুব শীঘ্রই তারা এই বিষয় গভীর তদন্ত শুরু করবেন। এই ঘটনায় শোকাহত আইএনটিটিইউসির গাজোল ব্লক সভাপতি অরবিন্দ ঘোষ। তিনি এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

পুলিশ আশ্বাস দিয়েছে যে, দ্রুত তদন্ত (investigation) শুরু করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে, এই দুর্ঘটনা ফের একবার সড়ক নিরাপত্তার (road safety) বিষয়টি সামনে তুলে এনেছে। অতিরিক্ত গতিতে গাড়ি চালানো (over speeding) এবং ট্রাফিক আইন লঙ্ঘন (traffic rule violation) যে কতটা ভয়ঙ্কর হতে পারে, এই ঘটনাই(Malda Road Accident) তার জ্বলন্ত প্রমাণ।