নিউজ পোল ব্যুরো: রেলের গ্রুপ-সি (Group-C) বিভাগের নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠতেই কড়া সিদ্ধান্ত নিল রেল বোর্ড (Railway Board)। গত ৪ মার্চ অনুষ্ঠিত সমস্ত গ্রুপ-সি পরীক্ষাকে বাতিল ঘোষণা করা হয়েছে(Indian Railways)। বুধবার (৬ মার্চ) রেল বোর্ডের তরফে জানানো হয়েছে, পরীক্ষায় একাধিক অনিয়ম (Irregularities in Railway Exam) ধরা পড়ায় নিয়োগ প্রক্রিয়াকে নতুন করে মূল্যায়ন করা হবে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নতুন করে কোনও গ্রুপ-সি পরীক্ষার আয়োজন করা হবে না বলে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:- RRB Exam: রেলওয়ে সহকারী লোকো পাইলট পরীক্ষার তারিখ ঘোষণা
পরীক্ষার দিনই (৫ মার্চ, মঙ্গলবার) সমস্ত রেলওয়ে জোনের জেনারেল ম্যানেজারদের (General Managers of Railway Zones) কাছে একটি সার্কুলার পাঠানো হয়। তাতে স্পষ্ট জানানো হয়, সাম্প্রতিক সময়ে রেলের গ্রুপ-সি বিভাগের নিয়োগ পরীক্ষায় বেশকিছু অনিয়মের তথ্য পাওয়া গেছে। ফলে এই বিভাগের নিয়োগ পরিকাঠামো পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৪ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হওয়া সমস্ত গ্রুপ-সি পরীক্ষাকে স্থগিত রাখা হয়েছে(Indian Railways)।LDCE/GDCE (Group-C) নিয়োগ পরীক্ষাগুলিও বাতিল করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নতুন নিয়োগ শুরু করা যাবে না। নতুন নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত নির্দেশাবলি যথাসময়ে জানানো হবে। পরীক্ষা কম্পিউটার-ভিত্তিক করার নির্দেশ। রেল বোর্ড (RRB) সিদ্ধান্ত নিয়েছে, ভবিষ্যতে রেল নিয়োগ পরীক্ষা শুধুমাত্র কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা (CBT-Computer Based Test) হিসেবে নেওয়া হবে। এর মাধ্যমে অনিয়ম রোধ করা সম্ভব হবে বলে মনে করছে রেলমন্ত্রক।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
৪ মার্চের পরীক্ষার পরপরই প্রশ্নপত্র ফাঁসের (Railway Exam Paper Leak) অভিযোগ ওঠে। উত্তরপ্রদেশের মুঘলসরাই থেকে ইস্ট-সেন্ট্রাল রেলওয়ের (East Central Railway) ২৬ জন রেল কর্মকর্তাকে গ্রেপ্তার করে সিবিআই (CBI)। অভিযানে ১.১৭ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনার পরপরই রেল বোর্ড কঠোর ব্যবস্থা নেয় এবং পরীক্ষাগুলি বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করা হয়। আজ, বৃহস্পতিবার রেল বোর্ডের (Railway Board) এক উচ্চস্তরের বৈঠকে রেলমন্ত্রকের (Ministry of Railways) কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভবিষ্যতে রেলের নিয়োগ পরীক্ষা শুধুমাত্র RRB/CBT-এর (Railway Recruitment Board, Computer-Based Test) মাধ্যমে পরিচালিত হবে, যাতে কোনো রকম দুর্নীতি বা অনিয়ম ঠেকানো সম্ভব হয়। এই সিদ্ধান্তের ফলে রেলওয়ে নিয়োগ পরীক্ষায়(Indian Railways) স্বচ্ছতা আসবে বলে আশা করছে রেল বোর্ড। তবে নতুন পরীক্ষার তারিখ ও সংশোধিত নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।