শুরু প্রভাব! ক্রমশই এগোচ্ছে নিম্নচাপ

আবহাওয়া রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আরও এগিয়ে আসছে নিম্নচাপ। শুরু তাণ্ডব! প্রভাব পড়বে কোন কোন জেলায়? কোথায় বৃষ্টির সম্ভাবনা, জানুন…..

আজ সোমবার কুয়াশার চাদরে মোড়া সকাল দেখবে বঙ্গের প্রায় সবকটি জেলা, আগেই জানিয়েছিল হওয়া অফিস। সেই মতোই সকাল থেকে জেলাগুলির আকাশ ছিল হালকা থেকে মাঝারি কুয়াশায় আচ্ছন্ন। আজ সোমবার সকালে কলকাতার পারদ নামে প্রায় ১৭ ডিগ্রি সেলসিয়াসে। রজ্যের বাকি জেলাগুলিতেও খুব একটা নামেনি তাপমাত্রার পারদ। তবে আগামী এক সপ্তাহ একই অবস্থা থাকার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

কিন্তু এরইমধ্যে রয়েছে নিম্নচাপের আশঙ্কা। বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত বর্তমানে পরিণত হয়েছে নিম্নচাপে। তবে আজই ঘূর্ণাবর্তটি গভীর নিম্নচাপে পরিণত হবে এমনটা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। এদিকে, নতুন একটি ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বাংলাদেশে। যার জেরে এরই মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঘূর্ণাবর্তের জেরে শীতের মরশুমেও তাই স্বাভাবিকভাবে মিলছে না স্বস্তি!

অপরদিকে, আগামী ২-৩দিন রাজ্যে সেভাবে তাপমাত্রা কমবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। আপাতত দুশ্চিন্তার কারণ নেই উত্তরে। উত্তরবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া। শীতের আমেজে মনোরম পরিবেশ থাকবে।আগামী কয়েকদিন তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা কম। আগামী ৪/৫ দিন ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে কলকাতার তাপমাত্রা। নিম্নচাপের প্রভাব বোঝা যাচ্ছে না এখনই বলে জানিয়েছে হাওয়া অফিস।