রুবির মোড়ে রক্তাক্ত দেহ! মেলেনি পরিচয়

কলকাতা শহর

নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ সপ্তাহের শুরুতেই কলকাতায় সাতসকালে দুর্ঘটনা। রুবির মোড় থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ, খোঁজ চলছে তাঁর পরিচয়ের।
সোমবার সকালে ইএম বাইপাসের রুবি মোড় সংলগ্ন এলাকায় এক যুবকের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খুন নাকি পথ দুর্ঘটনা তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে প্রাথমিক অনুমান পথ দুর্ঘটনার ফলেই জখম হয়ে মারা যান যুবক। এখনও পর্যন্ত তাঁর নাম পরিচয় জানা যায়নি বলেই খবর পাওয়া গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে কসবা থানার পুলিশ।

সোমবার ঠিক সকাল ৬টায় প্রথম স্থানীয় বাসিন্দারা দেখেন, যুবক রাস্তায় পড়ে আছেন। শরীরে রক্তের দাগ। সঙ্গে একটি স্কুটিও পড়ে রয়েছে। পরে তড়িঘড়ি কসবা থানায় খবর দেন স্থানীয়রাই। পুলিশ এসে উদ্ধার করে দেহটি। সূত্রের খবর এখনও পর্যন্ত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

এলাকার লোকজনের অনুমান, স্কুটির চাকা স্কিড করে দুর্ঘটনা ঘটতে পারে। কারণ চাকায় পিছলে যাওয়ার দাগ রয়েছে ঘটনাস্থলে। আপাতত স্কুটিটিকেও নিয়ে যাওয়া হয়েছে থানায়। সূত্রের খবর, আপাতত অস্বাভাবিক একটি মৃত্যুর মামলা রুজু করে তদন্ত প্রক্রিয়া এগোনো হচ্ছে। একই সঙ্গে নিহতের পরিবারেরও খোঁজ চলছে।
গোটা ঘটনার পর প্রশ্ন উঠছে পুলিশি নজরদারির ওপর। সাতসকালে দুর্ঘটনা হলেও কেন এতো সময় পেরিয়ে গেলো ঘটনা জানতে? স্থানীয়রা খবর দেওয়ার আগে কেন দুর্ঘটনার খবর পেল না প্রশাসন? প্রশ্ন তুলছেন এলাকাবাসী ও পথচারীরা।