নিজস্ব প্রতিনিধি, গুড়াপ: এখনও কাটেনি আরজি কর কাণ্ডের রেশ। তার মধ্যেই ঘটে চলেছে একের পর এক ধর্ষণ, খুনের ঘটনা। এবার তেমনি এক ঘটনা ঘটলো গুড়াপে। সেখানে ৫ বছরের শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। প্রতিবেশীর বাড়ি থেকে রক্তাক্ত, অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছে শিশুটির দেহ!সূত্রের খবর, শিশুটি তার বাবার থেকে মাংস খাওয়ার আবদার করেছিল। বাজারে গিয়েছিল বাবা। বাড়ি ফিরে দেখেন মেয়ে নেই! গতকাল সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ শিশুকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। তারপর খুঁজতে গিয়ে কিছুক্ষণের মধ্যেই প্রতিবেশীর বাড়িতে ওই নাবালিকাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। গুড়াপ থানায় খবর যায়। পুলিশ গ্রামে পৌঁছে শিশুটিকে ধনিয়াখালি হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক মৃত বলে জানান।ঘটনাটিতে ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয়রা। তাঁরা অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন।
পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই প্রতিবেশী অশোক সিংয়ের বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের মামলা রুজু করে পুলিশ। মামলার গুরুত্ব বিবেচনা করে এই মামলার তদন্তভার সার্কেল ইন্সপেক্টর ধনিয়াখালির ওপর দেওয়া হয়েছে। আজ সোমবার চুঁচুড়া জেলা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত করা হবে।প্রতিবেশীরা জানিয়েছেন, অভিযুক্তের স্বভাব ভালো ছিল না। এর আগেও নানা অভিযোগ উঠেছে ওর বিরুদ্ধে।