‘এ তো পুরো জটায়ু! রাজভবনে ম্যাকমোহন’ আবক্ষ মূর্তি নিয়ে রাজনৈতিক তরজার মধ্যে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন রাজ্যপালের

কলকাতা রাজনীতি রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার রাজভবনে রাজ্যপালের নিজের আবক্ষ মূর্তির উন্মোচন নিয়ে রাজ্য রাজনীতির ময়দান সরগরম। শাসক দলের তীব্র কটাক্ষের শিকার হয়ে এরই মধ্যে রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর এই এই মূর্তির বিষয় নিয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করলেন। সেই কমিটি বাংলার রাজ্যপাল হিসাবে দু বছর পূর্তি উপলক্ষে কে বা কারা এই মূর্তি এনেছিল তা তদন্ত করে দেখবে! কারণ রাজভবন থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়েছিল এই বিষয়টি সম্পর্কে নাকি রাজভবন জানেই না! কে কোন উদ্দেশ্যে এই মূর্তি এনে উপহার দিয়েছেন, কিংবা উপহার দেওয়ার নামে রাজ্যপালের ভাবমূর্তি নষ্ট করতে চেয়েছেন কি না – সব কিছুই খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল।

সূত্রের খবর, ভারতীয় জাদুঘরের তরফে রাজ্যপালকে এই মূর্তিটি নাকি উপহার হিসেবে দেওয়া হয়েছে। কিন্তু, রাজ্যপাল স্বয়ং সেই মূর্তি উন্মোচন করায় কটাক্ষ করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘এ তো পুরো জটায়ু! রাজভবনে ম্যাকমোহন।’

তবে রাজভবনের তরফ থেকে এই বিষয়ে একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে। এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘অনেক শিল্পী তাঁদের শিল্পকর্ম মাননীয় রাজ্যপালকে উপহার দেন। অনেক চিত্রশিল্পী মাননীয় রাজ্যপালের প্রতিকৃতি এঁকে তাঁকে উপহার দিয়েছেন। অনুরূপভাবে, এক সৃষ্টিশীল ভাস্কর মাননীয় রাজ্যপালের একটি মূর্তি তৈরি করে উপহার দিয়েছিলেন।’ শাসকদলের কটাক্ষের জবাবে বলা হয়েছে, “বেশ কিছু সংবাদ মাধ্যমে দুর্ভাগ্যজনকভাবে এই ঘটনাকে ‘নিজের মূর্তি উন্মোচন’ বলে উল্লেখ করা হয়েছে।”