নিউজ পোল ব্যুরো: কয়েক ঘণ্টার মধ্যেই বৈঠকের (Meeting) সিদ্ধান্তে (Decision) স্থগিতাদেশ (Suspension) দিয়েছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভোটার তালিকা সংস্কারের জন্য জেলায় জেলায় যে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছিল, সেটি রাতেই স্থগিত করে দেন তিনি। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) অনুষ্ঠিত একটি বৈঠকে ৩৬ জনের একটি কমিটি (Committee) গঠন করেন। বৃহস্পতিবার ছিল ওই কমিটির প্রথম বৈঠক,যেখানে জেলা কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছিলেন তৃণমূল (TMC) নেতা সুব্রত বক্সী (Subrata Bakshi)। তবে রাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত (Decision) নেন যে, জেলা কমিটি গঠনের প্রক্রিয়া আপাতত স্থগিত থাকবে এবং তিনি নিজেই এই কমিটি গঠন করবেন।
আরও পড়ুন:Donald Trump: ট্রাম্পের নতুন নির্দেশ!
অর্থাৎ, জেলা স্তরে কমিটি গঠন শিগগিরই শুরু হবে না। মমতার এই সিদ্ধান্তের পেছনের কারণ স্পষ্ট না হলেও সূত্র জানাচ্ছে, তার পরবর্তী পরিকল্পনা (Planning) অনুযায়ী তিনি নিজে দলের সকল জেলা কমিটি (District Committee) গঠন করবেন। বৈঠকে উপস্থিত ছিলেন সব জেলার তৃণমূল (TMC) সভাপতি এবং বীরভূমের কোর কমিটি। বৈঠকে (Meeting) সিদ্ধান্ত (Decision) হয়েছিল, ব্লক সভাপতি এবং শাখা সংগঠনের সভাপতি নিয়ে পৃথক কমিটি গঠন করা হবে। এছাড়া, প্রতিটি সাংগঠনিক জেলার জন্য চারজন রাজ্য স্তরের নেতা রাখা হবে, যেমন ডায়মন্ড হারবারের (Diamond Harbour) ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), সুব্রত বক্সী (Subrata Bakshi) এবং ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) দায়িত্ব দেওয়া হয়েছিল।
আরও পড়ুন:Tariff War: মার্কিন-চিন শুল্ক যুদ্ধ কি মোড় নিচ্ছে বিশ্বযুদ্ধের দিকে?
আরও পড়ুন:Coromandal Express: করমণ্ডলের দুর্ঘটনা এড়াতে রেলকর্মীদের পুজো
তবে বক্সী বৈঠকে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) উপস্থিত ছিলেন না। ১৫ই মার্চ তিনি জেলা নেতৃত্বের সঙ্গে একটি পৃথক বৈঠক করবেন, এমনটাই জানিয়েছেন সুব্রত বক্সী।এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, একদিকে বক্সী বৈঠক চলার পরেও কেন অভিষেকের আলাদা বৈঠক প্রয়োজন হল? ১৫ মার্চের বৈঠকে কি সমস্ত নেতা উপস্থিত থাকবেন? সেটাও এখন বড় প্রশ্ন।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/