Bratya Basu: শিক্ষামন্ত্রীর পাড়ায় পোস্টার সাঁটাল এসএফআই

কলকাতা জেলা রাজনীতি রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে (Bratya Basu) নিয়ে ঘটে যাওয়া ঘটনায় উত্তপ্ত পরস্থিতি (Hot situation)। ওইদিন শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা করা হয়, যার ফলে তিনি আহত হন। আবার কিছু শিক্ষার্থীদের অভিযোগ মন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত হয়েছেন একজন ছাত্রও।

শনিবারের ঘটনার পর আহত ছাত্র ইন্দ্রানুজ রায় (Indranuj Roy) যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তবে প্রথমে তার অভিযোগটি গ্রহণ করা হয়নি, কিন্তু বৃহস্পতিবার সেটি গ্রহণ করা হয়। এর মধ্যে ব্রাত্য বসুর (Bratya Basu) বিরুদ্ধে নানা পোস্টার ছড়িয়ে দেয়। এই পোস্টারগুলি (Poster) লেকটাউন, কালিন্দী বাসস্ট্যান্ড সহ দমদম এলাকার বিভিন্ন স্থানে সাঁটানো হয়েছিল। যেখানে লেখা ছিল, ‘ওয়ান্টেড! যাদবপুর বিশ্ববিদ্যালয় কয়েকজন ছাত্রের ওপর গাড়ি চাপা দিয়ে পলাতক।’ পোস্টারের উপর শিক্ষামন্ত্রী (Bratya Basu) ছবি ছিল এবং উল্লেখ করা ছিল, ‘যদি তার সন্ধান পাওয়া যায়, স্থানীয় পুলিশ স্টেশনকে জানানো হোক।’

আরও পড়ুন:TMC: বক্সী বৈঠকে আসল চমক! মমতার স্থগিতাদেশে প্রশ্ন

বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Tirthankar Ghosh) এই ঘটনায় পুলিশ এবং গোয়েন্দা দফতরকে (Intelligence Bureau) তীব্র সমালোচনা করেছিলেন। আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের (Indranuj Roy) অভিযোগের ভিত্তিতে কেন এফআইআর (FIR) দায়ের করা হয়নি, সেই প্রশ্ন তুলেছিলেন। বিচারপতির মতে, ‘আহত ছাত্র বয়ান দেবার পরও কেন রাজ্য এফআইআর (FIR) দায়ের করেনি?’ তিনি আরও বলেন, যাদবপুরের (Jadavpur) ঘটনার তদন্তে পুলিশ একপেশে আচরণ করেছে, রাজ্যের উচিত ছিল অভিভাবকের মতো ভুমিকা নেওয়া। আদালতের এই কড়া হুঁশিয়ারির পর পুলিশ অবশেষে এফআইআর গ্রহণ করেছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

পুলিশ সূত্রে খবর, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu), তার সহকর্মী ওমপ্রকাশ মিশ্র, গাড়ির চালক এবং আরও কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে মারধর, শ্লীলতাহানি, হুমকি সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন:WB SET 2025: সেট পরীক্ষার তারিখ ঘোষণা