Chandrayaan-3: চাঁদে বরফের পরিমাণ নিয়ে বড় তথ্য দিল চন্দ্রযান-৩

দেশ প্রযুক্তি

নিউজ পোল ব্যুরো: ইসরোর(ISRO) পাঠানো চন্দ্রযান-৩ (Chandrayaan-3) দিল নতুন তথ্য। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পাঠানো মেগা প্রজেক্ট চন্দ্রযান-৩, ২০২৩ সালের ২৩ অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছিল। যা গোটা বিশ্বের কাছে ইতিহাস সৃষ্টি করেছিল। অবতরণ স্থানটির নামকরণ করা হয়েছে ‘শিব শক্তি বিন্দু’ সেই চন্দ্রযান-৩ পৃথিবীতে পাঠাচ্ছে চাঁদ সম্পর্কে নানা তথ্য। তেমনই চাঁদ সম্পর্কে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। চন্দ্রযান-৩ মিশনের সংগৃহীত তথ্যের একটি গবেষণায় দেখা গিয়েছে পূর্বে যা ধারণা করা হয়েছিল তার চেয়েও বেশি স্থানে চাঁদের পৃষ্ঠের ঠিক নীচে মেরুতে বরফ থাকতে পারে।

দুর্গা প্রসাদ কর্ণম যিনি আহমেদাবাদে অবস্থিত ভৌতিক গবেষণাগারের ফ্যাকালটি সদস্য এবং এই সংক্রান্ত রিপোর্টের প্রধান লেখক তিনি বলেছেন, বৃহৎ, তবুও অত্যন্ত স্থানীয়, পৃষ্ঠের তাপমাত্রার পরিবর্তন সরাসরি বরফ গঠনের উপর প্রভাব ফেলতে পারে এবং এই বরফ কণাগুলির দিকে তাকালে জানা যেতে পারে তাদের উৎপত্তি এবং ইতিহাস সম্পর্কে বিভিন্ন গল্প।” তিনি আরও বলেছেন, “এটি আমাদের জানাতে পারে যে সময়ের সঙ্গে সঙ্গে বরফ কীভাবে চাঁদের পৃষ্ঠের মধ্য দিয়ে জমা হয়েছিল এবং স্থানান্তরিত হয়েছিল, যা প্রাকৃতিক উপগ্রহের প্রাথমিক ভূতাত্ত্বিক প্রক্রিয়াগুলির অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে। এই ফলাফলগুলি কমিউনিকেশনস আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট জার্নালে প্রকাশিত হয়েছে।

আরও পড়ুনঃ Women’s Day: নারী দিবসে প্রধানমন্ত্রীর সুরক্ষার দায়িত্বে কেবল মহিলারা

চন্দ্রযান-৩ (Chandrayaan-3) পরামর্শ দিচ্ছে যে, চাঁদে আরও বেশি স্থানে বরফ থাকতে পারে। এই গবেষণার জন্য, গবেষকরা চন্দ্রপৃষ্ঠের ১০ সেন্টিমিটার গভীরতায় পরিমাপ করা তাপমাত্রা বিশ্লেষণ করেছেন। চন্দ্রযান-৩ এর বিক্রম ল্যান্ডারে থাকা ‘ChaSTE’ প্রোব দ্বারা পরিমাপ করা হয়েছিল। ল্যান্ডারটি চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলের প্রান্তে, প্রায় ৬৯ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে অবতরণ করেছে। এই অবতরণ স্থানে “ছয় ডিগ্রি কোণে সূর্যমুখী ঢাল”-এ বিশেষজ্ঞরা দেখতে পেয়েছেন যে তাপমাত্রা প্রায় ৮২ ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চে পৌঁছেছিল এবং রাতে -১৭০ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছিল। তবে, অবতরণ বিন্দু থেকে মাত্র এক মিটার দূরে – একটি সমতল পৃষ্ঠ – তাপমাত্রা প্রায় ৬০ ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চে পৌঁছেছিল।

এই প্রসঙ্গে, দুর্গা প্রসাদ কর্ণম বলেছেন, ‘এই থেকে আমরা এটাও জানতে পারব যে সময়ের সাথে সাথে কীভাবে চাঁদে বরফ জমা হয় এবং চাঁদের পৃষ্ঠে কীভাবে থেকে যায়। এর ফলে এই প্রাকৃতিক উপগ্রহের প্রাথমিক ভূতাত্ত্বিক প্রক্রিয়া সম্পর্কে তথ্য পাওয়া যাবে।’ সেই সঙ্গেই চাঁদে বরফ জলে পরিণত হওয়ার সম্ভাবনা সম্পর্কে পিটিআই-এর প্রশ্নের জবাবে, কর্ণম বলেন, “(একটি) অতি-উচ্চ শূন্যতার কারণে তরল আকারে জল চাঁদের পৃষ্ঠে থাকতে পারে না। অতএব, বরফ তরলে রূপান্তরিত হতে পারে না, বরং বাষ্প আকারে পরিণত হতে চায়। বর্তমান ধারণা অনুসারে, অতীতে চাঁদের বাসযোগ্য অবস্থা নাও থাকতে পারে।”

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/