নিউজ পোল ব্যুরো: রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) ফাইনালে উঠে গিয়েছে ভারত। রবিবার জিতলেই নয়া ইতিহাস লিখবেন ক্যাপ্টেন রোহিত। ইতিহাসে প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে এক বছরেরও কম সময়ের ব্যবধানে দুটি আইসিসি প্রতিযোগিতা জিতবেন। তবে অদৃষ্টের কী পরিহাস যে এই মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে রোহিতকে নিয়ে সবথেকে বড় প্রশ্ন এটা নয় যে তিনি রবিবার দেশকে ট্রফি দিতে পারবেন কি না। আসল প্রশ্নটা হল, চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালই কি হিটম্যানের কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে?
আরও পড়ুন: IPL Ticket Booking: কবে থেকে পাওয়া যাবে কেকেআরের টিকিট?
ইতিপূর্বে গৌতম গম্ভীর (Gautam Gambhir) যখন ভারতের হেড কোচ হিসেবে দায়িত্ব নেন তখনই তিনি জানিয়ে দিয়েছিলেন, আগামী ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপেও রোহিত (Rohit Sharma) এবং বিরাটকে (Virat Kohli) চিন্তায় দেখতে চান। তবে সেই সময়ের সঙ্গে আজকের সময়ের আকাশ পাতাল পার্থক্য। মধ্যবর্তী সময়ে একদিকে রোহিতের নেতৃত্বে ভারত যেমন শ্রীলঙ্কায় গিয়ে ওডিআই সিরিজ ০-২ হেরেছে। অন্যদিকে তেমনিই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশড-ও হয়েছে। অস্ট্রেলিয়ায় গিয়ে বর্ডার-গাভাস্কার ট্রফি হেরেছে।
মূলতঃ অস্ট্রেলিয়ায় ভরাডুবির পরই হিটম্যানকে নিয়ে নড়েচড়ে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, বোর্ড নাকি রোহিতের কাছে তাঁর পরবর্তী পরিকল্পনা জানতে চেয়েছে। অবসর এবং নেতৃত্ব চালিয়ে যাওয়ার মধ্যে যেকোনো একটি বেছে নিতে বলা হয়েছে তাঁকে। কারণ টেস্ট এবং একদিনের দলে রোহিতের পরিবর্তে একজন দীর্ঘমেয়াদী অধিনায়ক ইতিমধ্যেই খুঁজতে শুরু করেছে বিসিসিআই।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
এদিকে যা জানা গিয়েছে, রোহিত (Rohit Sharma) নাকি এখনও মনে করেন তাঁর মধ্যে ক্রিকেট বাকি রয়েছে। তাই খেলা চালিয়ে যেতে চান। হেড কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকার ইতিমধ্যেই বোর্ডের সঙ্গে রোহিতের বিষয়ে আলোচনা করেছেন বলে শোনা গিয়েছে। ফলে সব মিলিয়ে মনে করা হচ্ছে, রবিবারই হয়ত দেশের জার্সিতে শেষবার নামছেন না হিটম্যান। তবে রবিবারের পর তাঁর কাঁধে নেতৃত্বের ব্যাটন না দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই।