নিউজ পোল ব্যুরো: টায়ার রিসোলিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire Incident)। টায়ার রিসোলিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়ালো এলাকাজুড়ে। ঘটনাটি ঘটেছে শুক্রবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সোহরোই এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টায়ার রিসোলিং কারখানাটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে কারখানাটি চালাচ্ছে মালিক কর্তৃপক্ষ। অবৈধভাবে কারখানা চালানোর অভিযোগ এনেছে এলাকাবাসীরা। এদিন সকালেই কারখানা থেকে প্রচুর পরিমাণে ধোয়া দেখতে পেয়ে এলাকাবাসীরা ছুটে আসে ওই কারখানার সামনেই। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলে দুটো ইঞ্জিন। দীর্ঘক্ষণে প্রচেষ্টায় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘ কয়েক বছর ধরেই এই কারখানাটি অবৈধভাবে চালাচ্ছে মালিকপক্ষ। অবিলম্বে এই ঘটনার প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করা উচিত বলে দাবি করেন এলাকাবাসীরা।
আরও পড়ুনঃ Snake in Icecream Bar: মিষ্টির বদলে বিষ?
অন্যদিকে দমকল বাহিনীর আধিকারিক জানিয়েছেন আগুন লাগার (Fire Incident) ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে দমকলের ইঞ্জিন এসে দীর্ঘক্ষণে প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে । তবে কিভাবে আগুন লাগল তা তদন্ত করে দেখা হবে বলে জানানো হয়েছে। টায়ার রিসোলিং কারখানায় ফায়ার সেফটি ব্যবস্থা ছিল কিনা সেটা নিয়েও খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। ঘটনা নিয়ে স্থানীয়রা অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। কারখানাটি চালানো নিয়ে সঠিক তদন্তের দাবিও জানানো হয়েছে। কি কারণে আগুন লাগল, নেপথ্যে কি রয়েছে টা সমস্তটাই খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন দমকলবাহিনীর কর্তারা।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/