Illegal Liquor: গ্রামের শান্তি ফেরাতে মহিলাদের বিক্ষোভ

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: বেআইনি মদ (Illegal Liquor) বিক্রি বন্ধের দাবিতে কালিয়াগঞ্জ থানায় (Kaliaganj Police Station) হাজির গ্রামের মহিলারা। শুক্রবার দুপুরে সুরষা গ্রামের একদল মহিলা থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেছেন, যেখানে তারা দ্রুত মদ বিক্রি বন্ধ করার জন্য পুলিশের (Police) কাছে আবেদন জানিয়েছেন। এই মহিলাদের দাবি, ধনকৈল অঞ্চলের সুরষা গ্রামে বেআইনি মদ (Illegal Liquor) বিক্রি চলছে যা এলাকার পরিস্থিতি আরও খারাপ করে তুলেছে।

আরও পড়ুন:Train Cancellation: বাতিল বহু ট্রেন, জানুন তালিকা

মহিলাদের অভিযোগ মদ বিক্রির (Wine) কারণে এলাকায় বহিরাগতদের আনাগোনা বেড়ে গেছে যা গ্রামের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থির করে তুলেছে। এর ফলে গ্রামের পুরুষরা মদ খেয়ে এসে বাড়ির মহিলাদের উপর শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করেছে। মদ্যপান ও মদ বিক্রির কারণে গ্রামে নিয়মিত অশান্তি চলছে, যা বহু পরিবারে দুঃখ-দুর্দশা সৃষ্টি করেছে। সুরষা গ্রামের মহিলাদের মতে তারা বারবার সংস্কৃত কর্তৃপক্ষের কাছে আবেদন জানালেও মদ বিক্রেতারা তাদের কথা মানছে না।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

এদিন থানায় এসে এই মহিলারা পুলিশের কাছে বিশেষ আবেদন করেছেন যাতে দ্রুত মদ বিক্রি বন্ধ করা হয় এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। অভিযোগে আরও বলা হয়েছে, মদ বিক্রির কারণে সমাজের নৈতিক অবক্ষয় করছে এবং গ্রামবাসীদের নিরাপত্তা ও শান্তির জন্য তা এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন:Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় জামিন অয়ন শীলের

স্থানীয় মহিলা নানবাতি সরকার জানিয়েছেন, আমরা বারবার জানিয়েছি, কিন্তু আমাদের কথা শোনা হচ্ছে না। আমাদের পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে আমরা চাই এই অবৈধ মদ (Illegal Liquor) বিক্রি পুরোপুরি বন্ধ হোক। এখন মহিলারা আশা করছেন, পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এবং তাদের এলাকায় শান্তি ফিরিয়ে আনার জন্য কঠোর পদক্ষেপ নেবে।