Siliguri News: রেল লাইনে অজ্ঞাত বৃদ্ধের দেহ

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: বাগডোগরা (Bagdogra) এলাকায় রেল লাইনের ওপর এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধের (Unknown old man) মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য(Siliguri News) ছড়িয়েছে। শুক্রবার রাতে বাগডোগরা বিহার মোড় সংলগ্ন গুরুদুয়ারার (Gurudwara) কাছে রেল লাইনে এই মর্মান্তিক (Tragic incident) ঘটনাটি ঘটে।প্রাথমিকভাবে স্থানীয়রা অনুমান করছেন, চলন্ত ট্রেনের (Moving Train) ধাক্কায় বা কাটা পড়েই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে এই দুর্ঘটনা (Railway Accident) আদৌ দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন:- Illegal Liquor: গ্রামের শান্তি ফেরাতে মহিলাদের বিক্ষোভ

দুর্ঘটনার খবর পাওয়ার পরই বাগডোগরা থানার পুলিশ (Bagdogra Police) এবং রেল পুলিশের (Government Railway Police – GRP) একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের (Postmortem) জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে (North Bengal Medical College and Hospital) পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৬০ বছর। তবে এখনো পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি। স্থানীয় বাসিন্দাদের (Local Residents) জিজ্ঞাসাবাদ করা হলেও কেউ ওই ব্যক্তিকে(Siliguri News) চিনতে পারেননি।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

এই দুর্ঘটনাটি নিছকই কোনও ট্রেন দুর্ঘটনা (Train Accident) নাকি এটি আত্মহত্যার (Suicide) ঘটনা, সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত নয়। ঘটনার তদন্ত (Investigation) চলছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ (CCTV Footage) সংগ্রহ করে দেখা হতে পারে। এদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। রেললাইন সংলগ্ন এলাকায় মাঝেমধ্যেই দুর্ঘটনার (Railway Track Incident) খবর সামনে আসে। ফলে অনেকেই ওই অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা (Railway Safety) আরও জোরদার করার দাবি জানিয়েছেন(Siliguri News)। পুলিশ মৃতের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে এবং এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। রেললাইন সংলগ্ন এলাকায় মাঝেমধ্যেই দুর্ঘটনার (Railway Track Incident) খবর সামনে আসে। ফলে অনেকেই ওই অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা (Railway Safety) আরও জোরদার করার দাবি জানিয়েছেন। বাগডোগরার স্থানীয় বাসিন্দারা চাইছেন, রেললাইনের আশেপাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং নজরদারি বাড়ানো হোক, যাতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।