নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের সহ পাঁচ জনের জামিনের মামলার শুনানির জন্য নতুন বেঞ্চ গঠিত হল। উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়, সুবিরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শন্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহার জমিনের বিষয়ে দ্বিমত তৈরি হয়েছিল ডিভিশন বেঞ্চে। যার ফলে তৈরি হল এই নতুন বেঞ্চ। এবার থেকে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চে এই পাঁচজনের জামিন মামলার শুনানি হবে বলে আদালত সূত্রে খবর।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া পাঁচ জনের জামিন নিয়ে মতবিরোধ তৈরি হয় দুই বিচারপতির মধ্যে। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় সকলকে জামিন দিলেও ডিভিশন বেঞ্চের অপর বিচারপতি অপূর্ব সিনহা রায় বাধ সাধেন। এর পর এই পাঁচ জনের জামিনের মামলাটি চলে যায় প্রধান বিচারপতির কাছে। আজ সোমবার প্রধান বিচারপতি তৈরি করেন নতুন বেঞ্চ। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চে এবার থেকে পাঁচজনের জামিন মামলার শুনানি হবে। এবার এটাই দেখার বিষয় এই পাঁচ জনের এই বিশেষ বেঞ্চে আদৌ জামিন মঞ্জুর হয় কি না?