নিউজ পোল ব্যুরো: সীমান্তে ফের সংঘর্ষ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ভারত-বাংলাদেশ সীমান্তে। সূত্রের খবর, শুক্রবার ভোররাতে এই সীমান্তে বাংলাদেশী গরু পাচারকারীদের সঙ্গে সংঘর্ষ হয় বিএসএফ (BSF) জওয়ানদের। এই সংঘর্ষের জেরে বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছে এক পাচারকারীর। অন্যদিকে পাল্টা হামলায় গুরুতর জখম হয়েছেন এক জওয়ানও।
আরও পড়ুনঃ Bangladesh: ঢাকার রাজপথে নিষিদ্ধ সংগঠনের মিছিল, ছোঁড়া হল গ্রেনেড
আরও পড়ুনঃ Tariff War: ট্রাম্পকে শিক্ষা দিতে হবে! ভারতকে বন্ধুত্বের হাত বাড়াল চিন
ভারত বাংলাদেশ সীমান্তে গরু পাচার দীর্ঘদিনের ধরেই উদ্বেগের একটি অন্যতম বড় কারণ। আর যত সময় যাচ্ছে, পাচারচক্রগুলির বাড়বাড়ন্ত ততই দেখা যাচ্ছে। রাতের অন্ধকারে হরদম চলা এই পাচার আটকাতে একাধিক শক্তিশালী পদক্ষেপ নিয়েছে ভারতের সীমান্ত রক্ষীবাহিনী। যার জেরে পাচারকারীদের সঙ্গে বারবার সংঘর্ষে লিপ্ত হয়েছে বিএসএফ (BSF)। এবারে আরো একবার সেই ঘটনার সাক্ষী থাকল ভারত-বাংলাদেশ সীমান্ত।
আরও পড়ুনঃ Bangladesh: শরীর পুরোপুরি না ঢাকায় ছাত্রীকে হেনস্থা, শাস্তি নয়, মিলল বীরের সম্মান
বিএসএফ সূত্রে খবর, গরু চুরির উদ্দেশ্য নিয়ে এদিন ভোররাতে বাংলাদেশী গরু পাচারকারীদের ৮-১০ জনের একটি দল জলপাইগুড়ির রাজগঞ্জের কুকুরজান অঞ্চলের খালপাড়া সংলগ্ন কাঁটা তারের বেড়া কেটে ভারতে ঢোকে। এদের সঙ্গে তার কাটার যন্ত্র ছাড়াও ছিল লাঠি এবং বেশ কিছু ধারালো অস্ত্র। টহলরত বিএসএফ জওয়ানদের এই দৃশ্য নজরে পড়লে বাধা দেন তাঁরা।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
এর পরিপ্রেক্ষিতেই বিএসএফের (BSF) ওপর হামলা চালায় বাংলাদেশী গরু পাচারকারীরা। জানা গিয়েছে, বিএসএফ জওয়ানদের থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল তারা। এই সময়ই আহত হন এক জওয়ান। তবে বিএসএফের পাল্টা গুলি চালালে তাতে এক পাচারকারীরও আহত হয়। পরে তার মৃত্যু হয়েছে। বাকিরা পিছু হটে পালিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। আহত বিএসএফ জওয়ানকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর চিকিৎসা চলছে।