Fraud: শেয়ার বাজারের নামে কোটি টাকার প্রতারণা, গ্রেফতার ১

অপরাধ কলকাতা

নিউজ পোল ব্যুরো: ফের কলকাতায় (Kolkata) প্রতরণা চক্রের পর্দা ফাঁস। শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করে দেওয়ার নামে কোটি টাকার প্রতারণা(fraud)। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

জগদ্দল কিসন জেয়সাওয়াল নামে যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে বিধাননগর আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, ২০২৪ এর এপ্রিল মাসে সল্টলেকে এক বাসিন্দা বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন যে, শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করে লাভবান হবে বলে এক ব্যক্তি ফোন করে। এরপর ধাপে ধাপে তিনি কোটি টাকা অনলাইনে পাঠায়। এরপর শেয়ার বাজার থেকে টাকা না পেয়ে প্রতারিত হয়েছেন বুঝে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন সল্টলেকে বাসিন্দা ওই ব্যক্তি। এরপর পুলিশ তদন্তে নেমে শুক্রবার রাতে জগদ্দল এলাকা থেকে কিষন জাসওয়াল নামে এক যুবককে গ্রেফতার করে। আজ তাকে বিধাননগর আদালতে তোলা হয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এই একই ধরনের ঘটনা আরও কারও সঙ্গে ঘটানো হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলেই জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ Gangrape: গণধর্ষণের শিকার ইজরায়েলি পর্যটক, হোমস্টের মালকিন

এই প্রতারণা(fraud) ঘটনা সামনে আসার কিছুদিন আগেই কলকাতা পুলিশের(Kolkata Police) সাইবার দমন (cyber crime) শাখা সাইবার অপরাধের বিরাট অপরাধের পর্দা ফাঁস করে। সেই সঙ্গেই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় ২ জনকে। সাইবার অপরাধ আড়াল করতে নিরীহ ইউজারদের ব্যবহার করে চলছিল কাজ। ঘটনার খবর পেয়েই অভিযানে নামে কলকাতা পুলিশের সাইবার দমন শাখা। পর পর অভিযান চালিয়ে শুভেন্দু গায়েন ও জিতেন্দ্র আগরওয়াল নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তিলজলার এক ঠিকানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সেই সঙ্গেই সেখান থেকে উদ্ধার করা হয় ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, মোবাইল ফোন এবং প্রায় নগদ ২ লক্ষ টাকা। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণে সিমকার্ড। যার কিছু সক্রিয় এবং কোনটা একেবারে নতুন। পুলিশ(Kolkata Police) আরও জানিয়েছে, অভিযুক্ত শুভেন্দু গায়েন একজন পিওএস অপারেটর। তিনি গ্রাহকদের অজ্ঞাত পরিচয়পত্র ব্যবহার করে সিম কার্ড সক্রিয় করে প্রতারকদের কাছে প্রিমিয়াম মূল্যে বিক্রি করার সঙ্গে জড়িত।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/