WB Train Cancellation: টানা ১৯ দিন ট্রেন বাতিল!

breakingnews জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: দক্ষিণ পূর্ব রেলওয়ের (South Eastern Railway) অধীন খড়গপুর ডিভিশনের (Kharagpur Division) সাঁতরাগাছি (Santragachi) স্টেশনের আধুনিকীকরণের জন্য দীর্ঘ ১৯ দিন রেল পরিষেবায় বড়সড় প্রভাব পড়তে চলেছে। ৩০ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত এই লাইনে ব্যাপক ইন্টারলকিং (Interlocking) ও প্রি-ইন্টারলকিং (Pre-Interlocking) সংক্রান্ত কাজ চলবে। ফলে রেল পরিষেবা স্বাভাবিক রাখা সম্ভব হবে না( WB Train Cancellation)। এই কারণে দক্ষিণ পূর্ব রেলওয়ে সিদ্ধান্ত নিয়েছে যে, এই সময়কালের মধ্যে ২১২টি লোকাল ট্রেন (Local Train) এবং ২৭টি এক্সপ্রেস ট্রেন (Express Train) সম্পূর্ণভাবে বাতিল (Cancelled) করা হবে।সাঁতরাগাছি স্টেশনকে আধুনিকীকরণের (Modernization) পাশাপাশি নতুন ইন্টারলকিং সিস্টেম বসানোর কাজ চলবে। এর ফলে ট্রেন চলাচলের সময় সূচি মারাত্মকভাবে ব্যাহত হবে। নিরাপত্তা এবং রেল যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার জন্যই এত দীর্ঘ সময় ধরে কাজ চলবে বলে রেল সূত্রে খবর।

আরও পড়ুন:- Indian Railways: ভারতীয় রেলে বড়সড় বদল!

দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের তরফে বৃহস্পতিবার প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২ মে থেকে ১৮ মে পর্যন্ত ২৭টি এক্সপ্রেস ট্রেন সম্পূর্ণরূপে বাতিল করা হবে। পাশাপাশি, ১৫টি এক্সপ্রেস ট্রেনের সময়সূচিতে (Timetable) পরিবর্তন আনা হচ্ছে। শুধু তাই নয়, ২৪টি ট্রেনের যাত্রাপথ (Route) সংক্ষিপ্ত করা হয়েছে। লোকাল ট্রেনের ক্ষেত্রেও বিরাট প্রভাব পড়তে চলেছে। ৩০ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত মোট ২১২টি লোকাল ট্রেন বাতিল(Train Cancellation) করা হবে। এর মধ্যে সবচেয়ে বেশি লোকাল বাতিল হবে ১৭ মে, এই দিনে ৫৮টি লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে।

কবে, কতগুলি লোকাল ট্রেন বাতিল হচ্ছে?৩০ এপ্রিল: ৪টি লোকাল বাতিল, ১ মে: ৬টি লোকাল বাতিল, ২ মে: ৩টি লোকাল বাতিল, ৩ মে: ২১টি লোকাল বাতিল, ৫ মে: ৪টি লোকাল বাতিল, ৬ মে: ১টি লোকাল বাতিল, ৭ মে: ১৯টি লোকাল বাতিল, ৮ মে: ১টি লোকাল বাতিল, ৯ মে: ৬টি লোকাল বাতিল, ১০ মে: ৫টি লোকাল বাতিল, ১১ মে: ৩৬টি লোকাল বাতিল, ১২, ১৩ ও ১৪ মে: লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক থাকবে, ১৫ মে: ৮টি লোকাল বাতিল, ১৬ মে: ৮টি লোকাল বাতিল, ১৭ মে: সর্বাধিক ৫৮টি লোকাল বাতিল, ১৮ মে: ৩২টি লোকাল বাতিল।‌ এই সময়কালে বেশ কয়েকটি এক্সপ্রেস ও লোকাল ট্রেনের রুট পরিবর্তন (Route Diversion) করা হয়েছে। পাশাপাশি কিছু এক্সপ্রেস ট্রেনের নির্ধারিত সময়েও পরিবর্তন (Rescheduled) আনা হয়েছে। ফলে যাত্রীদের আগেভাগে পরিকল্পনা করে রেল যাত্রার প্রস্তুতি নেওয়া জরুরি।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

এই দীর্ঘ ১৯ দিনের জন্য যাত্রীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হবে। বিশেষ করে যাঁরা প্রতিদিন হাওড়া (Howrah) থেকে খড়গপুর (Kharagpur) বা তার আশেপাশের জায়গায় লোকাল ট্রেনে যাতায়াত করেন, তাঁদের বিকল্প ব্যবস্থা খুঁজতে হবে। অনেকেই এই সময়ের মধ্যে বিকল্প গণপরিবহন ব্যবস্থার (Alternative Transport) ওপর নির্ভর করতে বাধ্য হবেন। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের আগেভাগে ট্রেনের স্ট্যাটাস (Train Status) চেক করে নিতে হবে। যাঁরা নির্দিষ্ট দিনে ভ্রমণের পরিকল্পনা করেছেন, তাঁদের রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট (Indian Railways Official Website) বা NTES অ্যাপে (National Train Enquiry System) গিয়ে ট্রেনের আপডেট দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই প্রকল্প(WB Train Cancellation) শেষ হওয়ার পর রেল পরিষেবার উন্নতি হবে বলে আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ। তবে এই দীর্ঘ ১৯ দিনের কাজের জন্য যে অসুবিধা হবে, তা সামলাতে প্রস্তুত থাকতে হবে যাত্রীদের। এই ১৯ দিনের মধ্যে যদি আপনাকে হাওড়া-খড়গপুর লাইনে যাতায়াত করতে হয়, তাহলে আগে থেকে পরিকল্পনা করে নিন এবং বিকল্প ব্যবস্থা গ্রহণ করুন!